কাঠগড়ায় শ্বশুর-শাশুড়ি
BJP MP sister: যোগীরাজ্যেই বিজেপি সাংসদের বোনকে মারধর, নগ্ন স্নানের ভিডিয়ো

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 127
পুবের কলম,ওয়েবডেস্ক: যোগীরাজ্যেই বিজেপি সাংসদের বোনকে (BJP MP sister) মারধরের অভিযোগ। শুধু তাই নয়, স্নানের ভিডিয়ো ধারণেরও অভিযোগ। দায়ের মামলা। অভিযোগকারিণীর নাম রিনা সিং। উত্তরপ্রদেশের ফারুকাবাদের সাংসদ মুকেশ রাজপুতের বোন তিনি।
আরও পড়ুন: Nepal Gen Z Protest: জেন-জি রেভলিউশন’ -এ উত্তাল নেপাল
স্থানীয় থানায় অভিযোগ দায়ের করে রিনা জানিয়েছেন, তাঁর শ্বশুরবাড়ির লোকেরা অনেকদিন ধরেই তাঁকে নির্যাতন (BJP MP sister) করছেন। শুধু তাই নয়, তাঁকে বাড়ি থেকে বের করে দেওয়ার চেষ্টাও করেছেন। ১৭ বছর আগে রিনার বিয়ে হয়েছিল।

মুকেশ রাজপুতের বোন রিনা সিং পুলিশের কাছে তাঁর শ্বশুর লক্ষ্মণ সিং, দেওর রাজেশ এবং গিরিশের বিরুদ্ধে নির্যাতন, খুনের হুমকি দেওয়ার অভিযোগ দায়ের করেছেন। এখানেই শেষ নয়, রিনা সিং আরও অভিযোগ করেন, রবিবার দুপুরে যখন তিনি বাথরুমে স্নান করছিলেন, তখন গিরিশ ও লক্ষ্মণ সিং জানালার ফাঁক দিয়ে তাঁর ভিডিয়ো তোলার চেষ্টা করেন। প্রতিবাদ করলেই শুরু হয় তুমুল নির্যাতন। এছাড়া তাঁর শ্বশুর একটি বন্দুক বের করে হুমকি দেন এবং বলেন, ‘তোকে গুলি করে দেব।’
তারপর তাঁর দেওর রাজেশ একটি ধারাল ছুরি দিয়ে রিনাকে আঘাত হানে। যার ফলে তাঁর হাতে কেটে যায়। আর অন্য দেওর গিরিশ একটি লোহার রড দিয়ে আক্রমণ করেন। সঙ্গে চলে অশ্রাব্য ভাষায় গালি। ইতিমধ্যে নির্যাতনের একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে । আর এই ঘটনা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে উত্তরপ্রদেশের এটাহ জেলায় রাণী অবন্তীবাই নগরে।
চারিদিকে একটাই গুঞ্জন, বিজেপির রাজ্যে খোদ বিজেপির নেতা-মন্ত্রীদের পরিবারের নারীরাই সুরক্ষিত নয়। যোগীরাজ্যে যে একেবারেই তলানিতে ঠেকেছে নারী-নিরাপত্তা, তা হাড়েহাড়ে টের পাচ্ছেন খোদ বিজপি সাংসদ।