স্থগিত থাকল DA মামলার রায়

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 139
পুবের কলম ওয়েবডেস্ক : ডিএ (DA) মামলার রায় আবারও স্থগিত। আপাতভাবে সুপ্রিম কোর্টের এই নির্দেশে রাজ্যের সরকারী কর্মচারীরা বেশ আশাহত হলেন। এই মামলাটি বিচারপতি সঞ্জয় কারোল ও পি কে মিশ্রর ডিভিশন বেঞ্চে এলে, রাজ্যের আইনজীবী কপিল সিব্বল জানান, রাজ্য ও কেন্দ্র দুই পক্ষই নিজেদের মত করে ডিএ দেবে।
কেন্দ্র কিছুতেই রাজ্যের ব্যপারে হস্তক্ষেপ করতে পারে না। এই বিষয়ে একপক্ষের মামলাকারীর আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য জানিয়েছেন, রাজ্য বারবারই এই বিষয়টি এড়িয়ে গেছে। এমনকি তারা নিয়ম মেনে চলছে তাও স্পষ্ট করে কিছু জানায়নি। আইনজীবী করুণা নন্দী এই বিষয়ে জানান, ডিএ (DA) সরকারী কর্মীদের অধিকার। তাই সমস্ত নিয়ম মেনেই ডিএ দেওয়া বাধ্যতামূলক।
শ্যামল মিত্র যিনি কনফেডারেশন অফ স্টেট গভর্নমেন্ট এমপ্লয়িজ়-এর সভাপতি। তিনি জানান, সরকারী পক্ষের আইনজীবীরা তাঁদের সমস্ত যুক্তি আদালতে জানিয়েছেন। সুতরাং এরপরে সরকারী পক্ষের আইনজীবীরা আর কোনও অজুহাত দিতে পারবেন না।
এছাড়া সরকারি কর্মচারি পরিষদের কার্যনির্বাহী সভাপতি সঞ্জীব পাল বলেছেন, ‘আমরা এখনও খুবই আশাবাদী। ডিএ (DA) নিয়ে দীর্ঘদিন ধরে আমরা লড়াই জারি রেখেছি। শেষমুহুর্তে রায় সরকারী কর্মীদের পক্ষেই আসবে’।