নিহত ২ জঙ্গি ও ২ জওয়ান
kulgam encounter: কুলগাঁও-র ঘন জঙ্গলে সেনা-জঙ্গির গুলির লড়াই

- আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 108
পুবের কলম,ওয়েবডেস্ক: সোমবার সাত-সকালে সেনা-জঙ্গির লড়াইয়ে (kulgam encounter) কেঁপে ওঠে জম্মু-কাশ্মীরের কুলগাঁও জেলা। দু’পক্ষের গুলির লড়াইয়ে শহিদ ২ জওয়ান সহ ২ জঙ্গি। গুরুতর আহত বেশ কয়েক জওয়ান। ভর্তি হাসপাতালে।
গোপন সূত্রে খবর পেয়ে কুলগাঁও জেলা (kulgam encounter) পরিদর্শনে যান সেনা-জওয়ানরা। ঘন জঙ্গলের আড়ালে গা-ঢাকা দেওয়া জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান চালাতে গিয়ে অতর্কিত আক্রমণের সম্মুখীন হন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সেনার উপস্থিতি টের পেতেই গুলি চালানো শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনীও।
READ MORE: Nepal Home Minister: জেন জি আন্দোলনের চাপের মুখে পদত্যাগ নেপালের স্বরাষ্ট্রমন্ত্রীর
পহেলগাঁও কাণ্ড এবং ‘অপারেশন সিঁদুর’ পরবর্তী সময়ে জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণরেখা এবং আন্তর্জাতিক সীমান্ত বরাবর এলাকায় তীব্র হয়েছে নজরদারি। কাশ্মীরের কোথাও জঙ্গিরা লুকিয়ে রয়েছে কি না, তা খুঁজে বার করতে উপত্যকা জুড়ে দফায় দফায় অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অগস্টের শুরুতে কুলগাঁওয়ের অখল জঙ্গলে ‘অপারেশন অখল’ শুরু করে ভারতীয় সেনা। তাতে মৃত্যু হয় ছয় জঙ্গির। সেই ঘটনার পর মাসখানেক পেরোতে না পেরোতেই ফের জঙ্গিডেরার খোঁজ মিলল কুলগাঁওয়ে।