০৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার, ২৩ ভাদ্র ১৪৩২ বঙ্গাব্দ

Bangladesh exports ship: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের

ইমামা খাতুন
  • আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
  • / 111

পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের (Bangladesh exports ship)। আর এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন এক মাইলফলক যোগ হলো। বেসরকারি প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড তুরস্কে (Bangladesh exports ship) রফতানি করেছে ৫,৫০০ ডেডওয়েট টনের মাল্টিপারপাস জাহাজ ‘ওয়েস ওয়্যার’।

শনিবার নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করা হয় তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড,এর কাছে। এ সময় নৌপরিবহন ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পুজোর আগেই বাংলায় আসছে ৩০০০ মেট্রিক টন ইলিশ

আধুনিক প্রযুক্তিতে তৈরি জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও গভীরতা ২৫ ফুট। এতে রয়েছে ২,৭৩৫ হর্সপাওয়ারের শক্তিশালী ইঞ্জিন, যা ঘণ্টায় ১২ নট গতিতে চলতে সক্ষম। ইস্পাত, কয়লা, সার, খাদ্যশস্য ও রাসায়নিকসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহনে জাহাজটি ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ election commission- এর

আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের পরীক্ষা ও সমুদ্র ট্রায়াল সম্পন্ন করেই জাহাজটি হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশি,বিদেশি ক্লায়েন্টদের কাছে ৩৫০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে। ২০০৮ সালে ডেনমার্কে কন্টেইনার জাহাজ রফতানির মাধ্যমে তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে।

আরও পড়ুন: Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

এরপর জার্মানি, নরওয়ে, মোজাম্বিক, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে জাহাজ রফতানি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প এখন বিশ্বে একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। দক্ষ জনশক্তি ও আন্তর্জাতিক মান বজায় রাখার কারণে বৈশ্বিক ক্রেতাদের আস্থা বাড়ছে। তারা আশা করছেন, জাহাজ রফতানি বাড়লে বছরে অন্তত ২ বিলিয়ন ডলার বৈদেশিক আয় সম্ভব হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

Bangladesh exports ship: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের

আপডেট : ৮ সেপ্টেম্বর ২০২৫, সোমবার

পুবের কলম,ওয়েবডেস্ক: তুরস্কে জাহাজ রফতানি বাংলাদেশের (Bangladesh exports ship)। আর এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্পে নতুন এক মাইলফলক যোগ হলো। বেসরকারি প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড তুরস্কে (Bangladesh exports ship) রফতানি করেছে ৫,৫০০ ডেডওয়েট টনের মাল্টিপারপাস জাহাজ ‘ওয়েস ওয়্যার’।

শনিবার নারায়ণগঞ্জের মেঘনা ঘাটে আনুষ্ঠানিকভাবে জাহাজটি হস্তান্তর করা হয় তুরস্কের শীর্ষস্থানীয় প্রতিষ্ঠান নোপ্যাক শিপিং অ্যান্ড ট্রেডিং লিমিটেড,এর কাছে। এ সময় নৌপরিবহন ও শিল্প মন্ত্রণালয়ের উপদেষ্টা এবং বাংলাদেশে নিযুক্ত তুরস্কের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

আরও পড়ুন: পুজোর আগেই বাংলায় আসছে ৩০০০ মেট্রিক টন ইলিশ

আধুনিক প্রযুক্তিতে তৈরি জাহাজটির দৈর্ঘ্য ৩৪১ ফুট, প্রস্থ ৫৫ ফুট ও গভীরতা ২৫ ফুট। এতে রয়েছে ২,৭৩৫ হর্সপাওয়ারের শক্তিশালী ইঞ্জিন, যা ঘণ্টায় ১২ নট গতিতে চলতে সক্ষম। ইস্পাত, কয়লা, সার, খাদ্যশস্য ও রাসায়নিকসহ বিভিন্ন ধরনের পণ্য পরিবহনে জাহাজটি ব্যবহার করা যাবে।

আরও পড়ুন: বিহারের ৩ লক্ষ বাসিন্দাকে নোটিশ election commission- এর

আনন্দ শিপইয়ার্ডের কর্মকর্তারা জানিয়েছেন, সব ধরনের পরীক্ষা ও সমুদ্র ট্রায়াল সম্পন্ন করেই জাহাজটি হস্তান্তর করা হয়েছে। প্রতিষ্ঠানটি ইতিমধ্যে দেশি,বিদেশি ক্লায়েন্টদের কাছে ৩৫০টিরও বেশি জাহাজ সরবরাহ করেছে। ২০০৮ সালে ডেনমার্কে কন্টেইনার জাহাজ রফতানির মাধ্যমে তারা আন্তর্জাতিক বাজারে প্রবেশ করে।

আরও পড়ুন: Pakistan-Bangladesh Meeting: বাংলাদেশ-পাকিস্তানের মধ্যে ৬ চুক্তি ও সমঝোতা স্মারক সই

এরপর জার্মানি, নরওয়ে, মোজাম্বিক, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে জাহাজ রফতানি করেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, বাংলাদেশের জাহাজ নির্মাণ শিল্প এখন বিশ্বে একটি সম্ভাবনাময় খাতে পরিণত হয়েছে। দক্ষ জনশক্তি ও আন্তর্জাতিক মান বজায় রাখার কারণে বৈশ্বিক ক্রেতাদের আস্থা বাড়ছে। তারা আশা করছেন, জাহাজ রফতানি বাড়লে বছরে অন্তত ২ বিলিয়ন ডলার বৈদেশিক আয় সম্ভব হবে।