কলকাতা ও মিজোরাম রেলপথ দ্বারা খুব শীঘ্রই সংযোগ হতে চলেছে
- আপডেট : ৯ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 321
পুবের কলম ওয়েবডেস্ক : রেলপথ দ্বারা সংযোগ হতে চলেছে কলকাতা ও মিজোরাম। প্রথমবার উত্তর-পূর্ব ভারতে রেল পরিষেবায় এক নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে জানা যাচ্ছে, দুর্গাপুজোর আগেই এই এক্সপ্রেস ট্রেন পরিষেবা চালু হবে।
সাইরাং স্টেশন থেকে মিজোরামের রাজধানী আইজল মাত্র ১০-১২ কিলোমিটার দূরে। তাই এর ফলে যাত্রীদের জন্য রাজধানীতে পৌঁছনো যে আরও সহজ হতে উঠবে তা বলাই বাহুল্য। রেল মন্ত্রণালয়ের মূল লক্ষ্য উত্তর-পূর্বের প্রতিটি রাজ্যের রাজধানীকে সরাসরি রেলপথে রাজধানী দিল্লির সঙ্গে যুক্ত করা। আর সাইরাংয়ে নতুন পরিষেবা চালু হলে সেই দিকেই আরও এক ধাপ এগিয়ে যাওয়া সম্ভব হবে।
২০০৮ সালে একটি প্রকল্পের সূচনা হয়েছিল। আর ২০১৪ সাল থেকে মূল কাজ শুরু হয়েছিল। যার ফলে ভৈরবী থেকে সাইরাং পর্যন্ত প্রায় ৫১ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ লাইন ইতিমধ্যেই সম্পূর্ণ বসানো হয়েছে। আর বর্তমানে কাজ সম্পূর্ণ হওয়ায় পরিষেবা খুব শীঘ্রই চালু হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নতুন এই রেললাইন উদ্বোধন করবেন বলে খবর রয়েছে।
ট্রেনের সময়সূচিও ঘোষণা করা হয়ে গিয়েছে। সপ্তাহে তিনদিন মঙ্গল, বুধ ও শনিবার কলকাতা স্টেশন থেকে দুপুর ১২টা ২৫ মিনিটে ছাড়বে সাইরাংমুখী ট্রেন। অপরদিকে সাইরাং থেকে কলকাতার উদ্দেশে ছাড়বে সোমবার, বৃহস্পতিবার ও শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ। আর মাঝপথে বাংলা, বিহার ও অসমের কয়েকটি স্টেশনে কিছু সময়ের জন্য থামানো হবে ট্রেনটি।





















































