সুপ্রিম কোর্টের নির্দেশের পর ভোটার তালিকা সংশোধনে পরিচয়পত্র হিসেবে আধার গ্রহণের নির্দেশ নির্বাচন কমিশনের
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 412
পুবের কলম ওয়েবডেস্ক: সুপ্রিম কোর্টের নির্দেশনার পর ভোটার তালিকা সংশোধনের কাজে আধারকে বৈধ পরিচয়পত্র হিসেবে গ্রহণ করতে কর্মকর্তাদের নির্দেশ দিল ভারতের নির্বাচন কমিশন।
বিশেষ নিবিড় সংশোধন (SIR) প্রক্রিয়ার সঙ্গে যুক্ত জেলা নির্বাচন কর্মকর্তা, নির্বাচনী নিবন্ধন কর্মকর্তা এবং সহকারী নির্বাচনী নিবন্ধন কর্মকর্তাদের (AERO) আধার গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে। আসন্ন বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে এ নির্দেশ জারি করা হয়েছে।এর ফলে পূর্বে গ্রহণযোগ্য ১১টি পরিচয়পত্রের সঙ্গে আধারকে ১২তম দলিলে যুক্ত করা হয়েছে। কমিশন সতর্ক করেছে, এ নির্দেশ অমান্য করলে তা কঠোরভাবে নেওয়া হবে।
সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়েছে, আধারকে কেবলমাত্র পরিচয়পত্র হিসেবে ব্যবহার করা যাবে, নাগরিকত্ব প্রমাণের দলিল হিসেবে নয়। পাশাপাশি আদালত নির্দেশ দিয়েছে, বিহারে ভোটার তালিকা সংশোধনের সময় আধারকে ১২তম বৈধ দলিল হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। আদালত আরও বলেছে, কোনো কর্মকর্তা যদি আধারের সত্যতা নিয়ে সন্দেহ প্রকাশ করেন, তবে আবেদনকারীকে অতিরিক্ত দলিল দিতে বলা যেতে পারে।
নির্বাচন কমিশন জানিয়েছে, কেবলমাত্র আধার জমা দিলেই ভোটার তালিকায় নাম অন্তর্ভুক্ত হবে না। অন্যান্য কাগজপত্রের মতো আধারের সত্যতাও যাচাই করতে হবে।
নির্বাচন কমিশনের সচিব পবন দেওয়ান তার নির্দেশনায় লিখেছেন:“আধার আইন, ২০১৬ অনুসারে আধার কার্ড নাগরিকত্ব প্রমাণের দলিল নয়, তাই নাগরিকত্ব প্রমাণে এটি গ্রহণযোগ্য নয়। তবে জনগণনা আইন, ১৯৫০ এর ধারা ২৩(৪) অনুযায়ী ব্যক্তির পরিচয় প্রতিষ্ঠার দলিল হিসেবে আধারকে গ্রহণ করতে হবে। সুতরাং, বিহারের সংশোধিত ভোটার তালিকায় অন্তর্ভুক্তি বা বর্জনের ক্ষেত্রে আধারকে পরিচয়পত্র হিসেবে গ্রহণ করার নির্দেশ দেওয়া হলো।”










































