‘দুয়ারে সরকার’-এর সাফল্য: ৭৮ শতাংশ আবেদনের নিষ্পত্তি
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 195
পুবের কলম ওয়েবডেস্ক, বাঁকুড়া: রাজ্য সরকারের ‘দুয়ারে সরকার’ (Duare Sarkar) কর্মসূচির আওতায় বাঁকুড়া জেলা প্রশাসন উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়ায় এই বছর দুয়ারে সরকার শিবিরে মানুষের উপস্থিতি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত বাঁকুড়ার ২,০০০ টিরও বেশি বুথে আয়োজিত ৭৫৮টি শিবিরে প্রায় সাড়ে আট লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। প্রশাসন আশা করছে যে কর্মসূচি শেষ হওয়ার আগেই এই সংখ্যা দশ লক্ষ ছাড়িয়ে যাবে।
বাঁকুড়ার অতিরিক্ত জেলাশাসক (উন্নয়ন) অরিন্দম বিশ্বাস জানান, ‘এখনও পর্যন্ত মোট ১ লক্ষ ৯৪ হাজার ১৮১টি আবেদনপত্র জমা পড়েছে, যার মধ্যে ১ লক্ষ ৫০ হাজার ৯৩৭টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে।’ তিনি এই সাফল্যের কারণ হিসেবে ধারাবাহিক নজরদারি ও প্রশাসনিক কর্মীদের তৎপরতার কথা উল্লেখ করেন।
উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই (Duare Sarkar) কর্মসূচি শুরু হওয়ার পর থেকেই তা সাধারণ মানুষের কাছে ব্যাপক সাড়া পেয়েছে। ভূমি, কৃষি, শ্রম-সহ বিভিন্ন সরকারি দপ্তরে কাজ করাতে গিয়ে সাধারণ মানুষের হয়রানি কমানোই এই কর্মসূচির অন্যতম প্রধান লক্ষ্য ছিল। দুয়ারে সরকারের শিবিরগুলিতে জমা পড়া আবেদনপত্র নির্দিষ্ট সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কর্মীরা বাধ্য হওয়ায় মানুষ সহজে পরিষেবা পাচ্ছেন।
জেলা প্রশাসনের তথ্যমতে, এবারের দুয়ারে সরকার (Duare Sarkar) শিবিরে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনায় সবচেয়ে বেশি ১ লক্ষ ১১ হাজার ৯৯৭টি আবেদন জমা পড়েছে। এছাড়া কন্যাশ্রী, ঐক্যশ্রী, খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার এবং কৃষকবন্ধু প্রকল্পের মতো জনপ্রিয় প্রকল্পগুলিতেও হাজার হাজার আবেদন জমা পড়েছে। এই সাফল্য প্রমাণ করে যে তৃণমূল স্তরে সরকারি পরিষেবা পৌঁছে দেওয়ার এই মডেল অত্যন্ত কার্যকর।































