প্রথমবার রুশ ড্রোন ভূপাতিত করল পোল্যান্ড
- আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 203
পুবের কলম ওয়েবডেস্ক: পোল্যান্ড জানিয়েছে, বুধবার ভোরে তাদের সেনারা দেশের আকাশসীমায় ঢুকে পড়া রাশিয়ার একাধিক ড্রোন ভূপাতিত করেছে। ইউক্রেনে রাশিয়ার হামলার সময় এসব ড্রোন সীমান্ত অতিক্রম করে পোল্যান্ডে প্রবেশ করে। ন্যাটো জোটভুক্ত কোনো দেশ এই প্রথম রাশিয়ার ড্রোন এভাবে গুলি করে নামাল।
ঘটনাটিকে ইউরোপ ও ন্যাটো বাহিনীর জন্য বড় ধরনের উসকানি হিসেবে দেখা হচ্ছে। পোল্যান্ডের অপারেশন কমান্ড এক্সে পোস্ট করে জানায়, এটি একটি আগ্রাসী পদক্ষেপ, যা আমাদের নাগরিকদের নিরাপত্তার জন্য সরাসরি হুমকি।
জাতীয় নিরাপত্তা ব্যুরোর জরুরি বৈঠক শেষে পোল্যান্ডের প্রধানমন্ত্রী ডোনাল্ড টাস্ক বলেন, আমরা সম্ভবত বড় পরিসরের উসকানির মুখে পড়েছি। পরিস্থিতি গুরুতর, তবে দেশ এ ধরনের হামলা প্রতিহত করতে প্রস্তুত।পোল্যান্ডের প্রেসিডেন্ট ক্যারোল নাভরকিওও একই সুরে বলেন, মাতৃভূমির নিরাপত্তাই তাঁদের সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার।
ন্যাটো নীতিমালায় বলা আছে;এক সদস্য রাষ্ট্রের ওপর হামলা মানেই পুরো জোটের ওপর হামলা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে এই জোট নিয়ে ইউরোপে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে, কারণ ট্রাম্প ইউরোপকে নিজেদের প্রতিরক্ষায় আরও বেশি দায়িত্ব নেওয়ার আহ্বান জানিয়ে আসছেন।
টাস্ক জানান, তিনি ইতিমধ্যেই ন্যাটো মহাসচিব ও মিত্র দেশগুলোর সঙ্গে যোগাযোগ রেখেছেন। ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি প্রধান কায়া কাল্লাস বলেন, ইউক্রেন যুদ্ধ শুরুর পর রাশিয়ার ইউরোপীয় আকাশসীমা লঙ্ঘনের সবচেয়ে গুরুতর ঘটনা এটি। এটি মোটেই দুর্ঘটনা নয়, সম্পূর্ণ ইচ্ছাকৃত। এই ঘটনায় রাতভর আকাশ প্রতিরক্ষায় এফ-৩৫ যুদ্ধবিমান পাঠানোয় ন্যাটোর সদস্য নেদারল্যান্ডসকে ধন্যবাদ জানিয়েছে পোল্যান্ড।

















































