পুবের কলম,ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ (2025 Nepalese Gen Z protests) নেপালে মৃত বেড়ে ৩০। গুরুতর আহত ১০০০। মৃতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা।
হাইলাইটস
১) নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই পছন্দ জেন-জি প্রজন্মের। শুধু তাই নয়, খোদ কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ নিজেও সুশীলা কারকিকে সমর্থন জানিয়েছেন। বুধবার সোশ্যাল সাইটে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। বলা বাহুল্য, কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বতী নেতা হিসাবে প্রাথমিকভাবে বলেন্দ্রর নামই উঠছিল। তবে বিক্ষোভকারীরা বারংবার তাঁকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। বলেন্দ্রর পরে সবচেয়ে বেশি সমর্থন মেলে কারকির পক্ষে।
* এই প্রেক্ষিতে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি বলেছেন, “জাতীয় স্বার্থে কাজ করতে আমি প্রস্তুত। এই কঠিন পরিস্থিতিতে নেপালের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সাহায্য করতে হবে।”
২) হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা। ভাইরাল ছবি।

৩) জেন-জি বিপ্লবের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর ‘জেনারেশন জি’-এর তরুণরা এদিন তাদের বিস্তৃত দাবি তুলে ধরে। এর মধ্যে সংবিধান নতুন করে লেখা, সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা এবং গত তিন দশকের রাজনৈতিক দুর্নীতির তদন্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবিও রয়েছে।

































