০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

2025 Nepalese Gen Z protests: অগ্নিগর্ভ নেপালে মৃত বেড়ে ৩০, আহত ১০০০

ইমামা খাতুন
  • আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 174

পুবের কলম,ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ (2025 Nepalese Gen Z protests) নেপালে মৃত বেড়ে ৩০। গুরুতর আহত ১০০০। মৃতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা।

হাইলাইটস 

১)  নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই পছন্দ জেন-জি প্রজন্মের। শুধু তাই নয়, খোদ কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ নিজেও সুশীলা কারকিকে সমর্থন জানিয়েছেন। বুধবার সোশ্যাল সাইটে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। বলা বাহুল্য, কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বতী নেতা হিসাবে প্রাথমিকভাবে বলেন্দ্রর নামই উঠছিল। তবে বিক্ষোভকারীরা বারংবার তাঁকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। বলেন্দ্রর পরে সবচেয়ে বেশি সমর্থন মেলে কারকির পক্ষে।

আরও পড়ুন: 2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়

* এই প্রেক্ষিতে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি বলেছেন, “জাতীয় স্বার্থে কাজ করতে আমি প্রস্তুত। এই কঠিন পরিস্থিতিতে নেপালের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সাহায্য করতে হবে।”

২) হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা। ভাইরাল ছবি।

2025 Nepalese Gen Z protests: অগ্নিগর্ভ নেপালে মৃত বেড়ে ৩০, আহত ১০০০

৩) জেন-জি বিপ্লবের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর ‘জেনারেশন জি’-এর তরুণরা এদিন তাদের বিস্তৃত দাবি তুলে ধরে। এর মধ্যে সংবিধান নতুন করে লেখা, সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা এবং গত তিন দশকের রাজনৈতিক দুর্নীতির তদন্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবিও রয়েছে।

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

2025 Nepalese Gen Z protests: অগ্নিগর্ভ নেপালে মৃত বেড়ে ৩০, আহত ১০০০

আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: অগ্নিগর্ভ (2025 Nepalese Gen Z protests) নেপালে মৃত বেড়ে ৩০। গুরুতর আহত ১০০০। মৃতের সংখ্যা বাড়তে পারার আশঙ্কা।

হাইলাইটস 

১)  নেপালের পরবর্তী প্রধানমন্ত্রী হিসাবে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কারকিকেই পছন্দ জেন-জি প্রজন্মের। শুধু তাই নয়, খোদ কাঠমান্ডুর মেয়র বলেন্দ্র শাহ নিজেও সুশীলা কারকিকে সমর্থন জানিয়েছেন। বুধবার সোশ্যাল সাইটে এই তথ্য নিশ্চিত করেছেন তিনি। বলা বাহুল্য, কেপি শর্মা ওলির পদত্যাগের পর অন্তর্বতী নেতা হিসাবে প্রাথমিকভাবে বলেন্দ্রর নামই উঠছিল। তবে বিক্ষোভকারীরা বারংবার তাঁকে ফোন করা হলেও তিনি সাড়া দেননি। বলেন্দ্রর পরে সবচেয়ে বেশি সমর্থন মেলে কারকির পক্ষে।

আরও পড়ুন: 2025 Nepalese Gen Z protests: মৃত বেড়ে ৩৪, আটকে একাধিক ভারতীয়

* এই প্রেক্ষিতে প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কি বলেছেন, “জাতীয় স্বার্থে কাজ করতে আমি প্রস্তুত। এই কঠিন পরিস্থিতিতে নেপালের সবাইকে ঐক্যবদ্ধ হয়ে দেশকে সাহায্য করতে হবে।”

২) হেলিকপ্টারের দড়িতে ঝুলে পালাচ্ছেন নেপালের মন্ত্রীরা। ভাইরাল ছবি।

2025 Nepalese Gen Z protests: অগ্নিগর্ভ নেপালে মৃত বেড়ে ৩০, আহত ১০০০

৩) জেন-জি বিপ্লবের জেরে কেপি শর্মা ওলি সরকারের পতনের পর ‘জেনারেশন জি’-এর তরুণরা এদিন তাদের বিস্তৃত দাবি তুলে ধরে। এর মধ্যে সংবিধান নতুন করে লেখা, সরাসরি নির্বাচিত নির্বাহী নেতৃত্ব প্রতিষ্ঠা এবং গত তিন দশকের রাজনৈতিক দুর্নীতির তদন্তসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংস্কারের দাবিও রয়েছে।