সুয়োমোটো মামলা দায়ের করল পুলিশ
Jadavpur University: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রীর রহস্যমৃত্যু!
- আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
 - / 201
 
পুবের কলম, ওয়েব ডেস্ক: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) ছাত্রীর রহস্যমৃত্যু! রাতদুপুরে চাঞ্চল্য ছড়াল ক্যাম্পাসে। জানা গেছে, বিশ্ব বিদ্যালয়ের চার নম্বর গেটের কাছের পুকুরপাড়ে অচৈতন্য অবস্থায় ওই ছাত্রীকে এদিন উদ্ধার করা হয়।
ছাত্রীকে দেখামাত্রই তাঁকে নিকটবর্তী এক বেসরকারি হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা দেন। বৃহস্পতিবার রাতের এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ইতিমধ্যেই ওই বেসরকারি হাসপাতালে পৌঁছেছেন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, প্রশাসকরা। দায়ের সুয়োমোটো মামলা।
জানা গেছে, বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ৪ নং গেটের কাছে থাকা ঝিলে পড়ে যান তৃতীয় বর্ষের ওই ছাত্রীর। মৃত ছাত্রীর মা-বাবাও বিশ্ববিদ্যালয়কেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন। কাঁটাপুকুর মর্গে ময়নাতদন্ত হবে ছাত্রীর দেহের। ময়নাতদন্ত প্রক্রিয়ার ইনকোয়েস্ট করা হবে।
পুলিশ সূত্রে খবর, রাতে বিশ্ববিদ্যালয়ের ভিতরেই মদের আসর বসেছিল। এমনকি ঘটনাস্থল থেকে একটা মদের বোতল উদ্ধার হয়েছে। ওই ছাত্রীও মদ্যপ ছিলেন, তা নিয়েও উঠছে প্রশ্ন। ময়নাতদন্তের পরই সে বিষয়ে জানা যাবে।
পুলিশ আরও বলেন, বিশ্ববিদ্যালয়ে গতকাল ড্রামা ক্লাবের আয়োজিত একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল পার্কিং লটে। সেই অনুষ্ঠান শামিল হতেই এসেছিলেন মৃত ছাত্রী। তাঁর বাড়ি নিমতায়। গতকাল রাত ৯টা ৫৫ মিনিট নাগাদ শৌচালয়ে যাওয়ার জন্য ওঠেন ওই ছাত্রী।
এরপরই কোনওভাবে গভীর ঝিলে পড়ে যান তিনি। জোরে লাউড স্পিকার বাজায় এবং অনুষ্ঠানের জন্য বড় লাইটগুলি নিভিয়ে রাখায় ছাত্রীর আর্তচিৎকার যেমন কারোর কানে পৌঁছায়নি। তেমনই তাঁকে পড়ে যেতেও দেখেননি কেউ। তবে কেন শৌচালয়ের বদলে ওই ঝিলের দিকে গেলেন ছাত্রী, তাঁর সঙ্গে কেউ ছিলেন কি না, এই ধরনের নানা প্রশ্ন উঠে আসছে।
																			
																		















































