০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

ইমামা খাতুন
  • আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
  • / 465

পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রশাসনে দুর্নীতি প্রতিরোধে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন। এই ডিজিটাল মন্ত্রী সরকারি দরপত্র ব্যবস্থাপনার তদারকি করবে বলেই খবর।

মানুষ এবং রোবট কোনও দিন এক হবে? বিজ্ঞান মহলের একাংশের আশঙ্কা ভবিষ্যতে রাজত্ব করবে যন্ত্র রোবটেরাই। খাবার ডেলিভারি থেকে শুরু করে চিকিৎসা সহ ভিন্ন ভিন্ন খাতে এআই রোবটের ব্যবহার শোনা গেলেও শাসক হিসেবে এআই-এর ব্যবহার এখনও রয়েছে কল্পনার স্তরে। কিন্তু এবার এই কল্পবিজ্ঞানকেই বাস্তবের রূপ দিল আলবেনিয়া। কোড ও পিক্সেলের সমন্বয়ে তৈরি একটি ভার্চুয়াল সরকারের সদস্য আলবেনিয়ার এই এআই মন্ত্রী। মন্ত্রীর নাম ‘ডিয়েলা’।

আরও পড়ুন: গাফিলতি দেখলে যত বড় পদেই থাকুন রেহাই নেই : সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, সরকারি টেন্ডার বিলির দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই জর্জরিত আলবেনিয়া। এছাড়াও এই বলকান দেশটি বিভিন্ন অপরাধ চক্র, আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচার চক্রের জন্যও বেশ কুখ্যাত। প্রশাসনের বিভিন্ন খাতে ঢুকে পড়েছে এই দুর্নীতি। তাই রক্ত মাংস গড়ে ওঠা মানুষের বদলে যন্ত্রমানবকেই ভরসা প্রধানমন্ত্রীর। তবে সেই উদ্দেশ্যে আলবেনিয়া কতটা সফল হবে, তার উত্তর রয়েছে একমাত্র সময়ের হাতেই।

আরও পড়ুন: এবার YouTube- এ এআই নির্ভর মাল্টিল্যাঙ্গুয়েজ ডাবিং সুবিধা!  

প্রসঙ্গত, গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল সোশ্যালিস্ট পার্টি। বৃহস্পতিবার দলের বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের পরিচয় তুলে ধরেন রামা। এসময় ভার্চুয়াল ওই মন্ত্রীকেও পরিচয় করিয়ে দেন তিনি।

আরও পড়ুন: রুশ হামলায় রুখতে আর ইউরোপকে সামরিক সাহায্য দেবে না ট্রাম্প সরকার

প্রধানমন্ত্রী রামা বলেন, ‘দিয়েলা হলো মন্ত্রিসভার প্রথম সদস্য, যিনি শারীরিকভাবে উপস্থিত নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভার্চুয়ালি তৈরি করা।’

তিনি আরও জানান, সরকারি টেন্ডার সংক্রান্ত সব সিদ্ধান্তই এখন থেকে দিয়েলা নেবেন—যা ‘শতাভাগ দুর্নীতিমুক্ত’ হবে। আর টেন্ডার প্রক্রিয়ার সব অর্থব্যয়ও ‘সম্পূর্ণ স্বচ্ছভাবে’ পরিচালিত হবে।

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

দুর্নীতি ঠেকাতে আলবেনিয়ায় এআই মন্ত্রী নিয়োগ

আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: প্রশাসনে দুর্নীতি প্রতিরোধে এক যুগান্তকারী পদক্ষেপ নিয়েছে আলবেনিয়া। দেশটির প্রধানমন্ত্রী এদি রামা বৃহস্পতিবার বিশ্বের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত মন্ত্রী নিয়োগের ঘোষণা দিয়েছেন। এই ডিজিটাল মন্ত্রী সরকারি দরপত্র ব্যবস্থাপনার তদারকি করবে বলেই খবর।

মানুষ এবং রোবট কোনও দিন এক হবে? বিজ্ঞান মহলের একাংশের আশঙ্কা ভবিষ্যতে রাজত্ব করবে যন্ত্র রোবটেরাই। খাবার ডেলিভারি থেকে শুরু করে চিকিৎসা সহ ভিন্ন ভিন্ন খাতে এআই রোবটের ব্যবহার শোনা গেলেও শাসক হিসেবে এআই-এর ব্যবহার এখনও রয়েছে কল্পনার স্তরে। কিন্তু এবার এই কল্পবিজ্ঞানকেই বাস্তবের রূপ দিল আলবেনিয়া। কোড ও পিক্সেলের সমন্বয়ে তৈরি একটি ভার্চুয়াল সরকারের সদস্য আলবেনিয়ার এই এআই মন্ত্রী। মন্ত্রীর নাম ‘ডিয়েলা’।

আরও পড়ুন: গাফিলতি দেখলে যত বড় পদেই থাকুন রেহাই নেই : সুপ্রিম কোর্ট

উল্লেখ্য, সরকারি টেন্ডার বিলির দুর্নীতি নিয়ে বহুদিন ধরেই জর্জরিত আলবেনিয়া। এছাড়াও এই বলকান দেশটি বিভিন্ন অপরাধ চক্র, আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচার চক্রের জন্যও বেশ কুখ্যাত। প্রশাসনের বিভিন্ন খাতে ঢুকে পড়েছে এই দুর্নীতি। তাই রক্ত মাংস গড়ে ওঠা মানুষের বদলে যন্ত্রমানবকেই ভরসা প্রধানমন্ত্রীর। তবে সেই উদ্দেশ্যে আলবেনিয়া কতটা সফল হবে, তার উত্তর রয়েছে একমাত্র সময়ের হাতেই।

আরও পড়ুন: এবার YouTube- এ এআই নির্ভর মাল্টিল্যাঙ্গুয়েজ ডাবিং সুবিধা!  

প্রসঙ্গত, গত মে মাসে অনুষ্ঠিত নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়েছিল সোশ্যালিস্ট পার্টি। বৃহস্পতিবার দলের বৈঠকে নতুন মন্ত্রিসভার সদস্যদের পরিচয় তুলে ধরেন রামা। এসময় ভার্চুয়াল ওই মন্ত্রীকেও পরিচয় করিয়ে দেন তিনি।

আরও পড়ুন: রুশ হামলায় রুখতে আর ইউরোপকে সামরিক সাহায্য দেবে না ট্রাম্প সরকার

প্রধানমন্ত্রী রামা বলেন, ‘দিয়েলা হলো মন্ত্রিসভার প্রথম সদস্য, যিনি শারীরিকভাবে উপস্থিত নন, বরং কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে ভার্চুয়ালি তৈরি করা।’

তিনি আরও জানান, সরকারি টেন্ডার সংক্রান্ত সব সিদ্ধান্তই এখন থেকে দিয়েলা নেবেন—যা ‘শতাভাগ দুর্নীতিমুক্ত’ হবে। আর টেন্ডার প্রক্রিয়ার সব অর্থব্যয়ও ‘সম্পূর্ণ স্বচ্ছভাবে’ পরিচালিত হবে।