মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন, ‘শুধুই শিলান্যাস করতে গিয়েছিলেন’, অভিযোগ কংগ্রেসের
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 150
পুবের কলম ওয়েবডেস্ক : মণিপুরে চলমান সংকট নিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সিরিয়াস নন—এমন অভিযোগ তুলেছে কংগ্রেস। রাজ্য কংগ্রেস সভাপতি কেইশাম মেঘচন্দ্র সিংয়ের দাবি, শনিবারের সফর কেবল উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাসের মধ্যেই সীমাবদ্ধ ছিল। তিনি বলেন, ভুক্তভোগী মানুষ ন্যায়বিচার, পুনর্বাসন ও শান্তির রোডম্যাপ আশা করলেও তা মেলেনি।
মেঘচন্দ্র সিং অভিযোগ করেন, গত ২৮ মাসে মণিপুরে না এসে মোদি কেবল প্রতীকী সফর করেছেন। তাঁর মতে, এই সফর রাজ্যের অশান্ত পরিস্থিতির সঙ্গে সম্পর্কিত নয়। কংগ্রেস আরও দাবি করেছে, কেন্দ্র এখনও কুকি-মেতেই সম্প্রদায়ের মধ্যে সংলাপ শুরু করতে ব্যর্থ, ফলে সংকট দীর্ঘায়িত হচ্ছে। তাঁদের বার্তা—মণিপুরবাসী শান্তি ও স্বাভাবিকতা ফেরাতে কার্যকর পদক্ষেপ চান।




















































