০৩ নভেম্বর ২০২৫, সোমবার, ১৬ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ
আল্লাহর ইচ্ছায় কাশ্মীরে অনেক উন্নতি হয়েছে: ফারুক 

আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

ইমামা খাতুন
  • আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
  • / 249

পুবের কলম, ওয়েব ডেস্ক: আল্লাহ চাইলে খুব শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনঃস্থাপনের দাবিতে ফের সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, আমার কেন্দ্র সরকারের প্রতি আস্থা আছে। নিশ্চয় উনি কাশ্মীরকে তার প্রাপ্ত মর্যাদা ফিরিয়ে দেবেন।

বলা বাহুল্য, পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে। বারবার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে পর্যন্ত সেকথা জানানো হয়েছে। নির্বাচন প্রাক্কালে শ্রীনগরের একাধিক জনসভাতে একই প্রতিশ্রুতি শোনা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়।

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি নিকেশ অপারেশনে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

২০১৯ সালের অগস্টে ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রীয় সরকার। বিশেষ মর্যাদা হারিয়েছিল জম্মু-কাশ্মীর। সেই সঙ্গে রাজ্যটিকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দিয়েছিল সরকার — জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। ২০২৪-এ জম্মু-কাশ্মীরে ভোট হয়। বিপুল ভোটে জিতে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী হন ওমর। কিন্তু রাজ্যের মর্যাদা এখনও ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন: কাশ্মীরে আতঙ্কবাদী অপারেশনে গিয়ে তুষারঝড়ে শহিদ বাংলার ২ জওয়ান,  শোকের ছায়া পরিবারে

এদিন সাংবাদিকদের সওয়াল – জবাবে ফারুক আরও বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ ১৯৪৭ সাল থেকে চ্যালেঞ্জ সহ্য করে আসছে। এটি নতুন কিছু নয়। তবে কোনও কিছুই স্থির নয়, সবকিছুই চলমান। আল্লাহর ইচ্ছায়, এখানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আমি আশা করি আমাদের দেশের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে এটিকে আরও উন্নত করবেন। আর খুব শীঘ্রই কাশ্মীর তার মর্যাদা ফিরে পাবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের

 

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

আল্লাহর ইচ্ছায় কাশ্মীরে অনেক উন্নতি হয়েছে: ফারুক 

আল্লাহ চাইলে শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা পাবে কাশ্মীর, আশাবাদী ফারুক আবদুল্লাহ 

আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার

পুবের কলম, ওয়েব ডেস্ক: আল্লাহ চাইলে খুব শীঘ্রই পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পাবে কাশ্মীর। জম্মু ও কাশ্মীরের রাজ্যের মর্যাদা পুনঃস্থাপনের দাবিতে ফের সরব হলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ। এক অনুষ্ঠানে গিয়ে তিনি বলেন, আমার কেন্দ্র সরকারের প্রতি আস্থা আছে। নিশ্চয় উনি কাশ্মীরকে তার প্রাপ্ত মর্যাদা ফিরিয়ে দেবেন।

বলা বাহুল্য, পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া হবে জম্মু ও কাশ্মীরকে। বারবার প্রতিশ্রুতি দিয়েছে কেন্দ্রীয় সরকার। সুপ্রিম কোর্টে পর্যন্ত সেকথা জানানো হয়েছে। নির্বাচন প্রাক্কালে শ্রীনগরের একাধিক জনসভাতে একই প্রতিশ্রুতি শোনা গিয়েছে স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির গলায়।

আরও পড়ুন: কাশ্মীরে জঙ্গি নিকেশ অপারেশনে শহিদ বাংলার ২ জওয়ান, শোকপ্রকাশ মুখ্যমন্ত্রীর

২০১৯ সালের অগস্টে ৩৭০ ধারা প্রত্যাহার করেছিল কেন্দ্রীয় সরকার। বিশেষ মর্যাদা হারিয়েছিল জম্মু-কাশ্মীর। সেই সঙ্গে রাজ্যটিকে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দিয়েছিল সরকার — জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। ২০২৪-এ জম্মু-কাশ্মীরে ভোট হয়। বিপুল ভোটে জিতে সরকার গঠন করে ন্যাশনাল কনফারেন্স। মুখ্যমন্ত্রী হন ওমর। কিন্তু রাজ্যের মর্যাদা এখনও ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন: কাশ্মীরে আতঙ্কবাদী অপারেশনে গিয়ে তুষারঝড়ে শহিদ বাংলার ২ জওয়ান,  শোকের ছায়া পরিবারে

এদিন সাংবাদিকদের সওয়াল – জবাবে ফারুক আরও বলেন, জম্মু ও কাশ্মীরের মানুষ ১৯৪৭ সাল থেকে চ্যালেঞ্জ সহ্য করে আসছে। এটি নতুন কিছু নয়। তবে কোনও কিছুই স্থির নয়, সবকিছুই চলমান। আল্লাহর ইচ্ছায়, এখানে পরিস্থিতির উন্নতি হয়েছে এবং আমি আশা করি আমাদের দেশের নেতৃত্ব জনগণের আকাঙ্ক্ষাকে সম্মান করে এটিকে আরও উন্নত করবেন। আর খুব শীঘ্রই কাশ্মীর তার মর্যাদা ফিরে পাবে ইনশাআল্লাহ।

আরও পড়ুন: দুর্গাপুজোর মুখে প্রধানমন্ত্রীর কলকাতা সফর উপলক্ষ্যে একাধিক রাস্তায় নিষেধাজ্ঞা জারি লালবাজারের