আমাদের পাড়া, আমাদের সমাধান : পঞ্চায়েত স্তরের কাজ দ্রুত শেষ করতে পরিকল্পনার নির্দেশ নবান্নের
- আপডেট : ১৩ সেপ্টেম্বর ২০২৫, শনিবার
- / 423
পুবের কলম প্রতিবেদক : মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় আমাদের পাড়া, আমাদের সমাধান কর্মসূচিতে গ্রাম বাংলার উন্নয়নে একাধিক পরিকল্পনা গ্রহণ করেছিলেন। সেই কর্মসূচি বর্তমানে গ্রামবাংলায় চলছে। এই কর্মসূচির অধীনে পঞ্চায়েত গুলো যাতে দ্রুত কাজ শেষ করতে পারে তার উদ্যোগ নিল রাজ্যের অর্থ দফতর। এই সংক্রান্ত এক বিজ্ঞপ্তি প্রকাশ করল রাজ্যের সচিবালয়ের দফতর নবান্ন।
রাজ্যের পঞ্চায়েতগুলিতে বড় মাপের কাজ করা হবে ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পে। কিন্তু, বড় প্রকল্পের কাজ করার মতো পরিকাঠামো এই মুহূর্তে নেই পঞ্চায়েতগুলির কাছে৷ ফলে দীর্ঘসূত্রিতায় ভুগতে পারে একাধিক সরকারি প্রকল্প। তবে, এই পরিস্থিতি যাতে এড়ানো যায়, তার ব্যবস্থা করল রাজ্যের অর্থ দফতর৷ তাদের অধীনে থাকা টেকনিক্যাল বিভাগগুলিকে দ্রুত প্রকল্প রূপায়ণের জন্য পরিকল্পনা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে।
শুক্রবার নবান্নে অর্থ দফতর এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে বলা হয়েছে, অর্থ দফতরের অধীনে থাকা টেকনিক্যাল বিভাগগুলি যত দ্রুত সম্ভব প্রকল্প রূপায়ণের জন্য পরিকল্পনা বা ভেটিং তৈরি করবে। উল্লেখ্য, সরকারের বড় প্রকল্পের কাজ কোন দফতরের মাধ্যমে করা হবে, তা আগে থেকেই নির্ধারণ করা থাকে। যেখানে কোথাও পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট বা পিডবলুডি, ইরিগেশন, আবার কোথাও ইলেকট্রিক্যাল বিভাগ ভেটিং বা পরিকল্পনা করে থাকে।
কিন্তু, পঞ্চায়েত স্তরে এই ধরনের বড় প্রকল্প সাধারণত হয় না। তবে, ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের আওতায় বড় ধরনের উন্নয়নের কাজ করার ব্যবস্থা রাখা হয়েছে। সেক্ষেত্রে পরিকাঠামোর অভাবে প্রকল্প বাস্তবায়িত করতে যাতে দীর্ঘ সময় না-লাগে, তার জন্য নতুন এই সিদ্ধান্ত নিয়েছে অর্থ দফতর।অর্থ দফতরের এক আধিকারিক বলেন, ‘এর ফলে পঞ্চায়েত দফতর থেকে সরাসরি বিভিন্ন দফতর ভেটিং করতে পারবে৷ ফলে পঞ্চায়েত দফতরকে আলাদা করে আবেদন করতে হবে না। এতে কাজ দ্রুত শেষ করা যাবে।’
রাজ্যের অর্থ দফতরের এই নির্দেশ কার্যকর হলে, পঞ্চায়েত স্তরে বড় প্রকল্পের কাজ বাস্তবায়নের প্রক্রিয়া আরও দ্রুততার সঙ্গে সম্ভব হবে বলে মনে করছে প্রশাসনিকমহল। সরকারের এই সিদ্ধান্তে গ্রামীণ উন্নয়নে বহু প্রশাসনিক জটিলতা কেটে যাবে ও সময় বাঁচবে বলেও আশাবাদী আধিকারিকরা।
উল্লেখ্য, একুশে জুলাইয়ের পরেরদিন নবান্ন থেকে ভার্চুয়াল বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘আমাদের পাড়া, আমাদের সমাধান’ প্রকল্পের ঘোষণা করেন। মোট ৮ হাজার কোটি টাকার এই প্রকল্পে গ্রাম পঞ্চায়েত ও পুরসভার এলাকায় তিনটি বুথ মিলিয়ে একটি ইউনিট তৈরি করে কাজ করার কথা জানান মমতা। যেখানে ওই তিন বুথের বাসিন্দারা সরকারি আধিকারিকদের সামনে সরকারি পরিষেবা সংক্রান্ত সমস্যার কথা তুলে ধরবে। সেই মতো সমস্যার সমাধানের ব্যবস্থা করবে প্রশাসন।
তবে কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে বেশ কিছু বুথ এলাকায় ব্যক্তিগত বাড়ির রাস্তা তৈরি করা হচ্ছে পাবলিকের কথা না ভেবে, গ্রামেগঞ্জে পুকুরের উপর দিয়ে ঢালায় রাস্তা বানিয়ে দেয়া হচ্ছে।ব্যক্তিগতভাবে এই বিষয়গুলি সরকারের নজরে আশায় কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে। নয়নজুলি বন্ধ করে যাতে কোনভাবে রাস্তা তৈরি না হয় সে ব্যাপারে কঠোর হচ্ছে প্রশাসন।















































