২ মিনিটে ভাঙা হাড় জুড়ে যাবে! যুগান্তকারী ‘Bone Glue’ আবিষ্কার চিনের বিজ্ঞানীদের
- আপডেট : ১৬ সেপ্টেম্বর ২০২৫, মঙ্গলবার
- / 338
পুবের কলম,ওয়েবডেস্ক: ২ মিনিটে ভাঙা হাড় জুড়ে যাবে! যুগান্তকারী ‘Bone Glue’ আবিষ্কার চিনের বিজ্ঞানীদের। চিকিৎসা বিজ্ঞানের ইতিহাসে এক বড় ধরনের সাফল্যের দাবি করলেন চিনের বিজ্ঞানীরা। তারা আবিষ্কার করেছেন এক বৈপ্লবিক জৈব উপাদান; ‘বোন ০২’ ; যা মাত্র দুই থেকে তিন মিনিটের মধ্যেই ভাঙা হাড় জোড়া লাগাতে সক্ষম (Chinese Scientists Create ‘Bone Glue’)। এই ‘হাড়ের আঠা’ চিকিৎসায় যুগান্তকারী পরিবর্তন আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
ভাঙা হাড় মেরামতের প্রচলিত পদ্ধতিতে ধাতব ইমপ্লান্ট ব্যবহার করা হয়। এতে শুধু অস্ত্রোপচারের সময়ই নয়, কয়েক মাস পর ইমপ্লান্ট খুলে ফেলতেও আবার নতুন করে অস্ত্রোপচার প্রয়োজন হয়। এতে যেমন রোগীর কষ্ট বাড়ে, তেমনই খরচও বেড়ে যায়। কিন্তু নতুন এই ‘হাড়ের আঠা’ (Chinese Scientists Create ‘Bone Glue’)
ব্যবহার করলে আর ধাতব ইমপ্লান্টের দরকার নেই। হাড় সেরে গেলে ছ’মাসের মধ্যে আঠাটি নিজে থেকেই শরীরে মিশে যায়। ফলে দ্বিতীয়বার ছুরি-কাঁচির ঝুঁকি থেকেও রোগীরা বাঁচতে পারবেন।
এই আঠার মূল ধারণা এসেছে প্রকৃতি থেকেই। গবেষক দলের প্রধান ড. লিন জিয়ানফেং লক্ষ্য করেন, সমুদ্রের তীব্র ঢেউ কিংবা স্রোতের মধ্যেও ঝিনুক কীভাবে শক্তভাবে পাথরে আটকে থাকে। সেই একই প্রাকৃতিক নীতি কাজে লাগিয়েই তৈরি করা হয়েছে এই আঠা। পরীক্ষায় দেখা গেছে, আঠাটির বাঁধন শক্তি ২০০ কেজিরও বেশি চাপ সহ্য করতে সক্ষম।
অস্ত্রোপচারের সময় ভাঙা হাড়ের ওপর এটি লাগালে মাত্র দুই থেকে তিন মিনিটেই শুকিয়ে যায় এবং হাড়কে শক্তভাবে জুড়ে ফেলে। আশ্চর্যের বিষয়, রক্তমিশ্রিত আর্দ্র পরিবেশেও এটি সমান কার্যকরভাবে কাজ করে। যেহেতু এটি পুরোপুরি জৈব-নিরাপদ উপাদান দিয়ে তৈরি, তাই মানবদেহের জন্য কোনো ক্ষতিকর প্রভাব ফেলে না।
READ MORE: ট্রাম্পের ১৫০০ কোটি ডলারের মানহানির মামলা ‘নিউ ইয়র্ক টাইমস’-এর বিরুদ্ধে
ড. লিন ও তার দল ৫০টিরও বেশি ভিন্ন ফর্মুলা পরীক্ষা করে শত শত ল্যাব এক্সপেরিমেন্ট শেষে ‘বোন ০২’ তৈরি করতে সক্ষম হয়েছেন। ইতিমধ্যেই ১৫০ জনেরও বেশি রোগীর ওপর এর সফল প্রয়োগ হয়েছে। ফলাফল প্রমাণ করেছে, আঠাটি কার্যকর, নিরাপদ এবং টেকসই। চিন সরকার এই আবিষ্কারের জন্য চিন-এর পাশাপাশি আন্তর্জাতিক পেটেন্টের জন্যও আবেদন করেছে।























