গাজায় ১০ উদীয়মান কিশোর ফুটবলারকে হত্যা করল ইসরাইলি সেনা
- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 333
পুবের কলম ওয়েবডেস্ক: হিটালারি আগ্রাসনকেও ছাড়িয়ে গিয়েছেন ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। শিশু, কিশোর, মহিলা কাউকেই তাঁর সেনারা রেহাই দিচ্ছে না। ফিলিস্তিনের নাম ও নিশান রাখতে না চাওয়ার যে নির্লজ্জ প্রতিজ্ঞা তিনি করেছেন, এবার সেই প্রতিজ্ঞার বলি হল একটি ফুটবল অ্যাকাডেমির ১০ জন শিশু। ইসরায়েলি সেনার আক্রমণে মৃত্যু হল এই দশ ক্ষুদে ফুটবলারের।
ইতিমধ্যেই প্যালেস্তাইনের বেশ কিছু তারকা ফুটবলার মারা গিয়েছেন ইসরাইলি আক্রমণে। এবার সেই তালিকায় নবতম সংযোজন এই ফুটবল অ্যাকাডেমি। আকাশ থেকে মাটিতে নেমে এসেছে ইসরাইলি আক্রমণ। ইসরায়েলি আক্রমণে আলাদা আলাদা ভাবে প্যালেস্তাইনের ক্রীড়াবিদদের হত্যা করার খবর এর আগে এলেও কোনও জুনিয়র ফুটবল অ্যাকাডেমির শিশু ফুটবলারদের এমন নির্বিচারে হত্যার ঘটনা এই প্রথম।
ইসরাইলি সেনার আক্রমণে যে দশ খুদে ফুটবলারের মৃত্যু হয়েছে, জানা গিয়েছে তারা সবাই বেশ প্রতিভাবান। বিভিন্ন পজিশনে খেলা ফুটবলার তারা। এই অ্যাকাডেমি থেকে এর আগে প্যালেস্তাইনের বহু নামজাদা ফুটবলার উঠে এসেছেন, যারা পরবর্তীকালে প্যালেস্তাইনের হয়ে বিভিন্ন ক্লাব তো বটেই, ইউরোপের বিভিন্ন ক্লাবেও সুযোগ পেয়েছেন।
ইতিমধ্যেই যেভাবে গাজার দখল নিতে শুরু করেছে, তাতে এই ফুটবল অ্যাকাডেমির বাকি জুনিয়র ফুটবলাররাও কতটা নিরাপদে থাকতে পারবে তা নিয়ে সন্দেহ রয়েছে। ১৪৭ টি দেশ প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা দেওয়ার জন্য সম্মতি জানিয়েছে। কাজেই রাষ্ট্রসংঘ যদি প্যালেস্তাইনকে স্বাধীন রাষ্ট্রের মর্যাদা একবার দিয়ে দেয়, তাতে স্বার্থ ক্ষুণ্ণ হতে পারে নেতানিয়াহুর। তাই তিনি দুই থেকে তিনদিনের মধ্যেই পুরো গাজার দখল নিতে চাইছেন। বাদ যাচ্ছে না এই ধরনের শিশুদের ফুটবল অ্যাকাডেমিও। স্থলপথে যেভাবে প্যালেস্তাইনে প্রবেশ করছে ইসরাইলি সেনা, তাতে এই ফুটবল অ্যাকাডেমিসহ অন্যান্য ফুটবল ফুটবল অ্যাকাডেমিগুলিও কতক্ষণ সুরক্ষিত থাকবে তা নিয়ে সন্দেহ রয়েছে।
















































