বাংলাদেশের ইলিশ পৌঁছল পেট্রাপোল স্থল বন্দরে, খুশি ব্যবসায়ীরা
- আপডেট : ১৭ সেপ্টেম্বর ২০২৫, বুধবার
- / 346
এম এ হাকিম, বনগাঁ : মাছেভাতে বাঙালিদের জন্য সুসংবাদ। বাংলাদেশের সুস্বাদু ইলিশ মাছ এসে পৌঁছেছে উত্তর ২৪ পরগণার পেট্রাপোল স্থল বন্দরে। বাংলাদেশে হাসিনা সরকারের পতনের পর নয়া অন্তর্বর্তী সরকার অতীতের ধারাবাহিকতা বজায় রেখে শারদ উৎসবের মুখে ভারতে এ নিয়ে দু’বছর ইলিশ মাছ পাঠালো।
মঙ্গলবার গভীর রাতে বাংলাদেশের বেনাপোল স্থল বন্দর হয়ে ভারতের পেট্রাপোল স্থল বন্দরে আসে ইলিশ বোঝাই লরি। বাংলাদেশ থেকে ৮টি ট্রাকে প্রথম চালানে ৩৭ দশমিক ৪৬ মেট্রিক টন ইলিশ এসেছে বলে জানা গেছে।
বুধবার এ প্রসঙ্গে পেট্রাপোল ক্লিয়ারিং এজেন্টস স্টাফ ওয়েলফেয়ার এসোসিয়েশনের সম্পাদক কার্ত্তিক চক্রবর্তী ‘পুবের কলম’ প্রতিবেদককে বলেন, ‘পুজোর আগে বাংলাদেশ থেকে সুস্বাদু ইলিশ ভারতে এসেছে। ব্যবসায়ীমহল থেকে শুরু করে সংশ্লিষ্ট সকলেই খুশিই। ভারত ও বাংলাদেশের মধ্যে চিরাচরিত সুসম্পর্ক অক্ষুণ্ণ ও স্বাভাবিক থাকুক। রাজনৈতিক কারণে কোনোভাবেই যেন সীমান্ত বাণিজ্য ক্ষুণ্ণ না হয় সে সম্পর্কে সবপক্ষকে যত্নবান হতে হবে।’
অন্যদিকে, ‘পেট্রাপোল এক্সপোর্টার্স অ্যান্ড ইমপোর্টার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন’-এর সভাপতি মীর আব্দুল হাশেম বলেন, ‘শারদ উৎসবের মুখে বাংলাদেশ থেকে সুস্বাদু পদ্মার ইলিশ আসার যে পরম্পরা আছে, সেই ধারাবাহিকতা বজায় রেখেছে মুহাম্মাদ ইউনুস সরকার। বাংলাদেশের ইলিশ পেয়ে এপার বাংলার মাছেভাতে বাঙালিরা খুব খুশি। ইলিশের মধ্য দিয়ে দু’দেশে ব্যবসা-বাণিজ্য আরও গতিশীল হবে বলে আমরা আশা করছি।’
প্রসঙ্গত, শারদ উৎসব উপলক্ষে ভারতে ইলিশ রফতানির জন্য ৩৭ প্রতিষ্ঠানকে ১ হাজার ২০০ মেট্রিক টন ইলিশ মাছ রফতানির অনুমোদন দিয়েছে বাংলাদেশের বাণিজ্য মন্ত্রক। মঙ্গলবার থেকে শুরু হয়ে রফতানির সময়সীমা নির্ধারণ করা হয়েছে আগামী ৫ অক্টোবর পর্যন্ত। বাংলাদেশের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার বলেন, দুর্গাপূজায় সৌজন্য প্রদর্শন ও বিশেষ অনুরোধের প্রেক্ষিতে এ বছর ভারতে ১ হাজার ২শো মেট্রিকটন ইলিশ পাঠানোর অনুমোদন দিয়েছে সরকার। এই পরিমাণ গত বছরের তুলনায় অর্ধেকেরও কম।



















































