০৪ নভেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৭ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

PM Modi-এর জন্মদিনেই কূটনৈতিক ধাক্কা,পাকিস্তানের সঙ্গে সউদি আরবের প্রতিরক্ষা চুক্তি

ইমামা খাতুন
  • আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার
  • / 262

পুবের কলম,ওয়েবডেস্ক: ২০১৪ সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) একাধিকবার সউদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতে সফর করেছেন। ফলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হলেও মুসলিম দেশগুলো বিশেষত সউদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুত করাকে মোদি সরকারের বড় সাফল্য হিসেবে ধরা হয়েছে। কিন্তু গত বুধবার সউদি আরব পাকিস্তানের সঙ্গে এমন একটি চুক্তি করেছে, যার শর্ত অনুযায়ী একটি দেশে আক্রমণ হলে তা দুই দেশের ওপর আক্রমণ বলে গণ্য হবে এবং দুই দেশ মিলে এর পাল্টা জবাব দেবে।

ভারত- পাকিস্তান ১৯৪৭-৪৮ সালের যুদ্ধের পর থেকে সম্পর্ক কখনোই মসৃণ হয়নি। চলতি বছরও এপ্রিল মাসে পহেলগাম সন্ত্রাসী হামলার পর মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ হয়। সেই থেকেই উত্তেজনা আরও বেড়েছে । এই পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ানো সউদি আরবের জন্য ভারতকে একপ্রকার ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে ।

আরও পড়ুন: মর্মান্তিক: রাজস্থানে চলন্ত বাসে বিধ্বংসী আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু ২০ যাত্রীর

বিদেশ ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ ব্রহ্ম চেলানি এই ঘটনাকে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) জন্মদিনে ভারতের জন্য একটি বড় ধাক্কা বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, “সউদি আরবকে কাছে টানতে মোদি বহু বছর পরিশ্রম করেছেন। একাধিকবার সফরও করেছেন এবং কৌশলগত সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন । এমনকি চলতি বছরের এপ্রিলেও তিনি সউদি আরব গিয়েছিলেন। কিন্তু জন্মদিনেই সউদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ভারতের জন্য ধাক্কা দিলেন ।”

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

বর্তমানে ভারত হল সউদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার । চলতি বছরের এপ্রিলে মোদির সফরের সময় সউদি আরব পহেলগাম হামলার নিন্দা করেছিল। অথচ সেই পাকিস্তানের সঙ্গেই এখন সউদি আরবের এই চুক্তি হওয়াটা ভারতের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগজনক।

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল

প্রতিবেদক

ইমামা খাতুন

২০২২ সাল থেকে সংবাদ জগতের সঙ্গে যুক্ত। আলিয়া বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতাতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেছে। ডিজিটাল প্লাটফর্মে রিপোর্টার হিসেবে হাতেখড়ি। ২০২২ সালের শেষান্তে পুবের কলম-এর সঙ্গে যুক্ত হয়। ইমামার ভাষ্যে, The First Law of Journalism: to confirm existing prejudice, rather than contradict it.

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

PM Modi-এর জন্মদিনেই কূটনৈতিক ধাক্কা,পাকিস্তানের সঙ্গে সউদি আরবের প্রতিরক্ষা চুক্তি

আপডেট : ১৮ সেপ্টেম্বর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম,ওয়েবডেস্ক: ২০১৪ সালের পর থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (PM Modi) একাধিকবার সউদি আরব সহ উপসাগরীয় দেশগুলোতে সফর করেছেন। ফলে পাকিস্তানের সঙ্গে ভারতের সম্পর্ক ক্রমশ খারাপ হলেও মুসলিম দেশগুলো বিশেষত সউদি আরবের সঙ্গে সম্পর্ক মজবুত করাকে মোদি সরকারের বড় সাফল্য হিসেবে ধরা হয়েছে। কিন্তু গত বুধবার সউদি আরব পাকিস্তানের সঙ্গে এমন একটি চুক্তি করেছে, যার শর্ত অনুযায়ী একটি দেশে আক্রমণ হলে তা দুই দেশের ওপর আক্রমণ বলে গণ্য হবে এবং দুই দেশ মিলে এর পাল্টা জবাব দেবে।

ভারত- পাকিস্তান ১৯৪৭-৪৮ সালের যুদ্ধের পর থেকে সম্পর্ক কখনোই মসৃণ হয়নি। চলতি বছরও এপ্রিল মাসে পহেলগাম সন্ত্রাসী হামলার পর মে মাসে দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ হয়। সেই থেকেই উত্তেজনা আরও বেড়েছে । এই পরিস্থিতিতে পাকিস্তানের পাশে দাঁড়ানো সউদি আরবের জন্য ভারতকে একপ্রকার ধাক্কা হিসেবেই দেখা হচ্ছে ।

আরও পড়ুন: মর্মান্তিক: রাজস্থানে চলন্ত বাসে বিধ্বংসী আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু ২০ যাত্রীর

বিদেশ ও কৌশলগত বিষয়ের বিশেষজ্ঞ ব্রহ্ম চেলানি এই ঘটনাকে প্রধানমন্ত্রী মোদির (PM Modi) জন্মদিনে ভারতের জন্য একটি বড় ধাক্কা বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, “সউদি আরবকে কাছে টানতে মোদি বহু বছর পরিশ্রম করেছেন। একাধিকবার সফরও করেছেন এবং কৌশলগত সম্পর্ক গড়ার চেষ্টা করেছেন । এমনকি চলতি বছরের এপ্রিলেও তিনি সউদি আরব গিয়েছিলেন। কিন্তু জন্মদিনেই সউদি ক্রাউন প্রিন্স মুহাম্মদ বিন সালমান পাকিস্তানের সঙ্গে প্রতিরক্ষা চুক্তি করে ভারতের জন্য ধাক্কা দিলেন ।”

আরও পড়ুন: মোদির বজ্রকন্ঠ কেড়ে নিয়েছেন Donald Trump: জয়রাম রমেশ

বর্তমানে ভারত হল সউদি আরবের দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার । চলতি বছরের এপ্রিলে মোদির সফরের সময় সউদি আরব পহেলগাম হামলার নিন্দা করেছিল। অথচ সেই পাকিস্তানের সঙ্গেই এখন সউদি আরবের এই চুক্তি হওয়াটা ভারতের জন্য স্বাভাবিকভাবেই উদ্বেগজনক।

আরও পড়ুন: মার্কিন ভিসা ফি বৃদ্ধি, মোদি নীরব কেন: রাহুল