০৯ নভেম্বর ২০২৫, রবিবার, ২২ কার্তিক ১৪৩২ বঙ্গাব্দ

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো আমেরিকার, উঠছে প্রশ্ন শান্তি চায় তো ওয়াশিংটন?

মোক্তার হোসেন মন্ডল
  • আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
  • / 260

পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে আমেরিকা। বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবে বলা হয়েছিল, গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করা হোক, ইসরাইলের আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং অবরুদ্ধ এলাকায় ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হোক। সেই সঙ্গে হামাসের হাতে বন্দিদের সম্মানজনক মুক্তিরও আহ্বান জানানো হয়।

এই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ ভোট দেয়। কিন্তু একমাত্র আমেরিকা ভেটো দেওয়ায় প্রস্তাবটি খারিজ হয়ে যায়। এ নিয়ে পরপর ছ’বার গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল ওয়াশিংটন। এতে প্রশ্ন উঠছে, আসলেই কি আমেরিকা গাজায় শান্তি চায়, নাকি ‘বন্ধু’ দেশ ইজরায়েলকেই একতরফা সমর্থন করছে?

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

অন্যদিকে একই অধিবেশনে পাকিস্তান ও চিনের পক্ষ থেকে বালোচ লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডের উপর রাষ্ট্রসংঘে নিষেধাজ্ঞার প্রস্তাব আনা হলেও, তা আটকে দেয় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। অথচ কিছুদিন আগেই ওয়াশিংটন ওই দুটি সংগঠনকে বিদেশি সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল।

আরও পড়ুন: আমেরিকায় ইসরাইল-বিরোধী জনমত বাড়ছে: পিউ রিসার্চ

আন্তর্জাতিক মহলে এখন জোরালো প্রশ্ন—বারবার ভেটো দিয়ে আমেরিকা কি গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে দিচ্ছে? নাকি বিশ্ব রাজনীতির স্বার্থে ইজরায়েলকেই প্রাধান্য দিচ্ছে তারা?

আরও পড়ুন: Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

গাজায় যুদ্ধবিরতির প্রস্তাবে ফের ভেটো আমেরিকার, উঠছে প্রশ্ন শান্তি চায় তো ওয়াশিংটন?

আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার

পুবের কলম ওয়েবডেস্ক: গাজায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা নিয়ে আবারও বিতর্কের কেন্দ্রবিন্দুতে আমেরিকা। বৃহস্পতিবার (স্থানীয় সময়) রাষ্ট্রসঙ্ঘের নিরাপত্তা পরিষদে গাজায় অবিলম্বে ও স্থায়ী যুদ্ধবিরতির প্রস্তাব পেশ করা হয়। প্রস্তাবে বলা হয়েছিল, গাজায় অবিলম্বে নিঃশর্ত যুদ্ধবিরতি কার্যকর করা হোক, ইসরাইলের আরোপিত সব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হোক এবং অবরুদ্ধ এলাকায় ত্রাণ প্রবেশের সুযোগ দেওয়া হোক। সেই সঙ্গে হামাসের হাতে বন্দিদের সম্মানজনক মুক্তিরও আহ্বান জানানো হয়।

এই প্রস্তাবের পক্ষে নিরাপত্তা পরিষদের ১৫ সদস্য দেশের মধ্যে ১৪টি দেশ ভোট দেয়। কিন্তু একমাত্র আমেরিকা ভেটো দেওয়ায় প্রস্তাবটি খারিজ হয়ে যায়। এ নিয়ে পরপর ছ’বার গাজা যুদ্ধবিরতির প্রস্তাবে ভেটো দিল ওয়াশিংটন। এতে প্রশ্ন উঠছে, আসলেই কি আমেরিকা গাজায় শান্তি চায়, নাকি ‘বন্ধু’ দেশ ইজরায়েলকেই একতরফা সমর্থন করছে?

আরও পড়ুন: ট্রাম্পবিরোধী বিক্ষোভে উত্তাল আমেরিকা, রাস্তায় লক্ষ লক্ষ মানুষ

অন্যদিকে একই অধিবেশনে পাকিস্তান ও চিনের পক্ষ থেকে বালোচ লিবারেশন আর্মি ও মাজিদ ব্রিগেডের উপর রাষ্ট্রসংঘে নিষেধাজ্ঞার প্রস্তাব আনা হলেও, তা আটকে দেয় আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স। অথচ কিছুদিন আগেই ওয়াশিংটন ওই দুটি সংগঠনকে বিদেশি সন্ত্রাসবাদী তকমা দিয়েছিল।

আরও পড়ুন: আমেরিকায় ইসরাইল-বিরোধী জনমত বাড়ছে: পিউ রিসার্চ

আন্তর্জাতিক মহলে এখন জোরালো প্রশ্ন—বারবার ভেটো দিয়ে আমেরিকা কি গাজার মানবিক সংকট আরও বাড়িয়ে দিচ্ছে? নাকি বিশ্ব রাজনীতির স্বার্থে ইজরায়েলকেই প্রাধান্য দিচ্ছে তারা?

আরও পড়ুন: Postal Service: আমেরিকার সঙ্গে ডাক পরিষেবা সাময়িক স্থগিত ভারতের