দেশে ফিরতে চান না, ব্রিটেনের আদালতে নতুন মামলা Nirav Modi- র
- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 217
পুবের কলম, ওয়েব ডেস্ক: দেশে ফিরতে চান না (Nirav Modi)। ব্রিটেনের আদালতে নতুন মামলা নীরব মোদির। প্রত্যর্পণ রোধে ব্রিটেনের আদালতে নতুন করে আবেদন করেন তিনি। বলা বাহুল্য, পিএনবি কেলেঙ্কারি মামলায় তাঁকে ভারতে ফেরানোর আইনি প্রক্রিয়া চালাচ্ছে কেন্দ্রীয় সরকার। সেই পদক্ষেপের বিরুদ্ধে পাল্টা আইনি লড়াই চালাচ্ছেন নীরব’ও। সংশ্লিষ্ট বিষয়ে আবেদন গ্রহণ করেছে আদালত। একইসঙ্গে ভারত সরকারের কাছে উক্ত বিষয়ে একটি নোটিশ দেওয়া হয়েছে। তবে আদালত এখনও আবেদনের শুনানির তারিখ নির্ধারণ করেনি (Nirav Modi’s extradition to India delayed again)
।
নীরব মোদী তার আবেদনে যুক্তি দিয়েছেন যে, “ভারতে প্রত্যর্পণ করা হলে, তাকে একাধিক সংস্থা জিজ্ঞাসাবাদ করবে এবং এই ধরনের জিজ্ঞাসাবাদের সময় নির্যাতনের সম্মুখীন হতে পারে। তাই আর দেশে ফিরবেন না তিনি।














































