পুবের কলম, ওয়েব ডেস্ক: ভিয়েনায় ইসলামিক প্রজাতন্ত্র ইরানের রাষ্ট্রদূত ও স্থায়ী প্রতিনিধি রেজা নাজাফি বলেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আক্রমণের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের অপরাধমূলক কার্যকলাপের পুনরাবৃত্তি হয়ে দাঁড়িয়েছে এবং আন্তর্জাতিক আইনের এই স্পষ্ট লঙ্ঘনের বিষয়ে নীরব বা নিষ্ক্রিয় থাকা আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য গুরুতর ফলাফল ডেকে আনবে।
নাজাফি তার ভাষণে জোট নিরপেক্ষ আন্দোলনের সদস্য রাষ্ট্রগুলো এবং ইরানের বিরুদ্ধে মার্কিন ও ইসরায়েলি সামরিক আগ্রাসনের বিরুদ্ধে দাঁড়ানো সকল দেশকে স্বাগত জানিয়ে তাঁদের প্রশংসা করেন। তিনি আগ্রহীদের সতর্ক করে বলেন—আন্তর্জাতিক আইনের নিয়ম ও অস্ত্র বিস্তার রোধের ব্যবস্থার গম্ভীর লঙ্ঘনের জন্য মার্কিন ও ইসরায়েলি কর্তৃপক্ষকে জবাবদিহি করতে হবে।
পার্সটুডে উদ্ধৃত করে নাজাফি জোর দিয়ে বলেন, আজ আন্তর্জাতিক সম্প্রদায় একটি অত্যন্ত গুরুতর সমস্যার সম্মুখীন; স্পষ্ট বার্তা দিতে হবে যে আইএইএর সুরক্ষা ব্যবস্থার অধীনে অবৈধভাবে পারমাণবিক স্থাপনা নিক্ষেপ বা ধ্বংস করা কেবল শান্তিপূর্ণ পারমাণবিক শক্তি ব্যবহারের বৈধ অধিকারকে লঙ্ঘন করে না, বরং আইএইএ সুরক্ষা ব্যবস্থার বিশ্বাসযোগ্যতাকেও সরাসরি ক্ষতিগ্রস্ত করে। তিনি আরও বলেন, জাতিসংঘ সনদে হুমকি ও বলপ্রয়োগ নিষিদ্ধ—কোনও ব্যাখ্যাই পূর্বপরিকল্পিত আক্রমণকে ন্যায্যতা দিতে পারে না।







































