অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা
ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুতির ঘোষণা দিল চার পশ্চিমা দেশ

- আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার
- / 408
পুবের কলম, ওয়েব ডেস্ক: ফিলিস্তিনকে নিঃশর্তভাবে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুতির ঘোষণা দিল চার পশ্চিমা দেশ—অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা
আসন্ন সেপ্টেম্বর ২০২৫-এর জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে প্রস্তুতির ঘোষণা দিয়েছে চার পশ্চিমা দেশ—অস্ট্রেলিয়া, ফ্রান্স, যুক্তরাজ্য ও কানাডা।
এর মধ্যে ফ্রান্স একমাত্র দেশ যারা নিঃশর্ত স্বীকৃতি দেওয়ার ঘোষণা দিয়েছে। তবে অস্ট্রেলিয়া, যুক্তরাজ্য ও কানাডা এখনও সম্ভাব্য বা শর্তসাপেক্ষ স্বীকৃতির কথাই বলছে। পশ্চিমা দেশগুলোর পাশাপাশি ভারত, ইন্দোনেশিয়া, দক্ষিণ আফ্রিকা ও লাতিন আমেরিকার বহু দেশ ইতিমধ্যেই ফিলিস্তিনের রাষ্ট্রস্বীকৃতির আন্দোলনে সমর্থন জানিয়েছে।
বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ ইসরায়েল-ফিলিস্তিন সংকটের দুই-রাষ্ট্র সমাধানকে পুনরুজ্জীবিত করার একটি গুরুত্বপূর্ণ ইঙ্গিত হতে পারে। তবে সমালোচকরা একে অনেক দেরিতে নেওয়া ক্ষুদ্র পদক্ষেপ বলেই মনে করছেন।
ফ্রান্স জানিয়েছে, এটি বিশ্ব শান্তির জন্য এক বৈশ্বিক আহ্বান। দেশটি বলছে, “আমরা এক অপরিবর্তনীয় গতিবিধির সূচনা করেছি—বিশ্বের সব দেশকেই এতে শামিল হতে হবে।”
উল্লেখ্য, ইতোমধ্যেই বিশ্বের ১৪৫টিরও বেশি দেশ ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে। ইতিহাসে ঔপনিবেশিক শাসন থেকে মুক্ত বহু দেশ ফিলিস্তিন প্রশ্নে ন্যায়বিচারের পক্ষে শক্ত অবস্থান নিয়েছে।