চলতি মাসেই শেষ হতে পারে এসআইআর প্রস্তুতি, বিহারে ভোট নভেম্বরেই
- আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২৫, সোমবার
- / 353
পুবের কলম, ওয়েবডেস্ক: চলতি মাসের মধ্যেই স্পেশাল ইন্টেনসিভ রিভিশন (এসআইআর) প্রক্রিয়ার প্রস্তুতি শেষ করার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। রাজ্যগুলিকে ৩০ সেপ্টেম্বরের মধ্যে রিপোর্ট জমা দিতে বলা হয়েছে। ফলে সারা দেশেই এসআইআর শুরুর প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছে। কমিশনের পরিকল্পনা, অক্টোবর-নভেম্বরেই ভোটার তালিকার শুদ্ধিকরণ শুরু করা হবে। তবে তার আগে সুপ্রিম কোর্টে চলা বিহারের এসআইআর মামলার রায়ের দিকেই নজর রাখছে কমিশন।
কমিশন সূত্রে জানা গিয়েছে, অধিকাংশ রাজ্যে সর্বশেষ এসআইআর হয়েছিল ২০০২ থেকে ২০০৪ সালের মধ্যে। দিল্লিতে শেষ হয়েছে ২০০৮ সালে, আর উত্তরাখণ্ডে ২০০৬ সালে। এবার পুরনো সেই তালিকার সঙ্গে বর্তমান ভোটারদের মিলিয়ে প্রকৃত ভোটার চিহ্নিত করাই মূল উদ্দেশ্য। একইসঙ্গে বিদেশি অনুপ্রবেশকারীদেরও শনাক্ত করতে চাইছে কমিশন। সম্প্রতি বাংলাদেশ ও মায়ানমার থেকে আসা অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে অভিযানও চালানো হয়েছে।
















































