পুবের কলম,ওয়েবডেস্ক: যুদ্ধ ছাড়াই PoK (Pakistan-occupied Kashmir) ভারতের হবে। একদিন অধিকৃত কাশ্মীর নিজে থেকেই বলবে আমি ভারতের (One Day PoK Will Say ‘Main Bharat Hoon, says Rajnath Singh)। সোমবার মরক্কো সফরে বক্তব্য রাখতে গিয়ে এমনটাই মন্তব্য করলেন প্রতিরক্ষামন্ত্রী rajnath singh। শুধু তাই নয়, বক্তব্য রাখতে গিয়ে ফের একবার অপারেশন সিঁদুর নিয়েও মন্তব্য করেন তিনি। হুঁশিয়ারির সুরে জানালেন, অপারেশন সিঁদুর এখনও শেষ হয়নি। পাকিস্তান বাড়াবাড়ি করলে সিঁদুরের দ্বিতীয় ও তৃতীয় ধাপ ফের শুরু হতে পারে। বলা বাহুল্য, দু’দিনের সফরে মরক্কো গেছেন প্রতিরক্ষামন্ত্রী। সেখানেই প্রবাসী ভারতীয়দের উদ্দেশ্যে PoK (Pakistan-occupied Kashmir) এবং অপারেশন সিঁদুর নিয়ে কথা বলেন তিনি।
READ MORE: Gaza-তে একই পরিবারের ২৫ জনকে হত্যা করল ইসরাইলি বাহিনী
এদিন rajnath singh আরও বলেন, সিঁদুর চলাকালীন আমরা কোনও বেসামরিক বা সামরিক স্থাপনায় হামলা করিনি। আমরা চাইলেই তা করতে পারতাম। তবে ভারত এমন না। ভারতের চরিত্র এমন না। আমাদের উচিত ভারতের এই চরিত্রকে সমুন্নত রাখা। তবে ‘পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীর খুব শীঘ্রই আমাদের হবে। ওদের জনগণ খোদ এই দাবি জানাতে শুরু করবে। আমাদের পাক অধিকৃত কাশ্মীরকে আক্রমণ করে দখল করার দরকার নেই। পাক অধিকৃত কাশ্মীর নিজেই বলবে, ‘ম্যায় ভি ভারত হুঁ’। সেই দিন আসবেই’। “সেখানকার মানুষই বর্তমান প্রশাসনের থেকে স্বাধীনতার দাবি তুলেছেন। পিওকের সেই স্লোগান আপনারাও নিশ্চয়ই শুনেছেন।”




























