৩০ ডিসেম্বর ২০২৫, মঙ্গলবার, ১৪ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

ছয় ছক্কায় নতুন রেকর্ড বৈভব সূর্যবংশীর

পুবের কলম ওয়েবডেস্ক: ফের রেকর্ডবুকে বৈভব সূর্যবংশী। ব্রিসবেনে অষ্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে (ওয়ানডে ম্যাচ) খেলতে নেমে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বৈভব ৬৮ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন। সঙ্গে ছয় মারার নতুন রেকর্ডও গড়লেন। ৭০ রান করার পথে ভারতের ‘বিস্ময় বালক’ মেরেছেন ৫টি চার ও ৬টি ছয়।

এ দিন যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব। মাত্র দশটি ইনিংসে তিনি মেরেছেন ৪১টি ছয়। এতদিন যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড ছিল ভারতেরই উন্মুখ চন্দের দখলে। তিনি ২১টি ইনিংসে ৩৮টি ছয় মেরেছিলেন। সেটিই এ দিন ভেঙে দিলেন বৈভব। ১৪ বছরের এই তরুণ তুর্কি আগামী দিনে নিজের রেকর্ড যে আরও শক্তপোক্ত করবেন সেটা নিশ্চিত।

এ দিকে লাল বলের ক্রিকেটে ফর্মে ফিরতে পারলেন না কে এল রাহুল। বুধবার অষ্ট্রেলিয়া ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টের বিরুদ্ধে মাত্র ১১ রান করেই সাজঘরে ফেরেন রাহুল। ব্যর্থ হয়েছেন দেবদত্ত পাড়িক্কাল এবং ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক ধ্রুব জুরেলও। দু’জনেই এক রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।

সর্বধিক পাঠিত

মানুষকে বড্ড হয়রান হতে হচ্ছে, অশুভ শক্তির বিনাশ হোক: এসআইআর নিয়ে সুর চড়ালেন মুখ্যমন্ত্রী

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ছয় ছক্কায় নতুন রেকর্ড বৈভব সূর্যবংশীর

আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২৫, বুধবার

পুবের কলম ওয়েবডেস্ক: ফের রেকর্ডবুকে বৈভব সূর্যবংশী। ব্রিসবেনে অষ্ট্রেলিয়া অনূর্ধ্ব-১৯ দলের বিরুদ্ধে (ওয়ানডে ম্যাচ) খেলতে নেমে ভারতীয় অনূর্ধ্ব-১৯ দলের বৈভব ৬৮ বলে ৭০ রানের দুরন্ত ইনিংস খেলেন। সঙ্গে ছয় মারার নতুন রেকর্ডও গড়লেন। ৭০ রান করার পথে ভারতের ‘বিস্ময় বালক’ মেরেছেন ৫টি চার ও ৬টি ছয়।

এ দিন যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ছয় মারার রেকর্ড গড়লেন ১৪ বছরের বৈভব। মাত্র দশটি ইনিংসে তিনি মেরেছেন ৪১টি ছয়। এতদিন যুব ক্রিকেটে সবচেয়ে বেশি ওভার বাউন্ডারি মারার রেকর্ড ছিল ভারতেরই উন্মুখ চন্দের দখলে। তিনি ২১টি ইনিংসে ৩৮টি ছয় মেরেছিলেন। সেটিই এ দিন ভেঙে দিলেন বৈভব। ১৪ বছরের এই তরুণ তুর্কি আগামী দিনে নিজের রেকর্ড যে আরও শক্তপোক্ত করবেন সেটা নিশ্চিত।

এ দিকে লাল বলের ক্রিকেটে ফর্মে ফিরতে পারলেন না কে এল রাহুল। বুধবার অষ্ট্রেলিয়া ‘এ’ দলের দ্বিতীয় বেসরকারি টেস্টের বিরুদ্ধে মাত্র ১১ রান করেই সাজঘরে ফেরেন রাহুল। ব্যর্থ হয়েছেন দেবদত্ত পাড়িক্কাল এবং ভারতীয় ‘এ’ দলের অধিনায়ক ধ্রুব জুরেলও। দু’জনেই এক রান করে প্যাভিলিয়নে ফিরে গিয়েছেন।