Global Peace Index 2025: আয়ারল্যান্ড পেল বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশের খেতাব

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 213
পুবের কলম,ওয়েবডেস্ক: ২৮ সেপ্টেম্বর ২০২৫, শুক্রবার প্রকাশিত গ্লোবাল পিস ইনডেক্স (GPI) ২০২৫ অনুযায়ী, বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ দেশের খেতাব পেয়েছে আয়ারল্যান্ড। দীর্ঘদিন ধরে শীর্ষে থাকা আইসল্যান্ড এবারও প্রথম স্থান ধরে রেখেছে।
প্রতিবেদনে আয়ারল্যান্ডের রাজনৈতিক স্থিতিশীলতা, সামাজিক নিরাপত্তা, অভ্যন্তরীণ শান্তি এবং সামরিক ব্যয় নিয়ন্ত্রণে অসাধারণ অগ্রগতি প্রদর্শনের বিষয়টি বিশেষভাবে উল্লেখ করা হয়েছে। এই কারণে দেশটি আন্তর্জাতিকভাবে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ রাষ্ট্র হিসেবে স্বীকৃতি পেয়েছে।
ডাবলিনে বসবাসরত বাংলাদেশি প্রবাসী ফজলুর রহমান জুয়েল বলেন, “নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতা আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। আয়ারল্যান্ডে সেটা সবসময়ই অনুভব করেছি। বিশ্বের দ্বিতীয় শান্তিপূর্ণ (GPI) দেশের স্বীকৃতি পাওয়ায় গর্বিত বোধ করছি।”
বিশ্লেষকরা আশা করছেন, এই অর্জন আর্থিক ক্ষেত্র, পর্যটন ও বিদেশি বিনিয়োগে ইতিবাচক প্রভাব ফেলবে, তবে বিশ্ব শান্তির সামগ্রিক চিত্রে কিছুটা অবনতি লক্ষ্য করা যায়। বিশেষজ্ঞরা ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলায় কার্যকর নীতির ওপর জোর দিয়েছেন।