Ghazwa-e-Hind: ‘গজওয়া-এ-হিন্দ’ নিয়ে মুখ্যমন্ত্রী যোগীর হুঁশিয়ারি

- আপডেট : ২৮ সেপ্টেম্বর ২০২৫, রবিবার
- / 447
পুবের কলম,ওয়েবডেস্ক: উত্তর প্রদেশের বলরামপুরে এক জনসভায় (Ghazwa-e-Hind) মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ‘গজওয়া-এ-হিন্দ’ প্রসঙ্গ তুলে বলেন, যারা ভারতের মাটিতে বসে দেশবিরোধী বা অরাজকতার স্বপ্ন দেখছে, তাদের শেষ পরিণতি হবে ‘নরক’ (Dreaming of Ghazwa-e-Hind in UP is akin to getting a ticket for Jahannum) ।
যোগীর হুঁশিয়ারি, “যদি কেউ মেয়েদের নিরাপত্তা নষ্ট করার চেষ্টা করে, ব্যবসায়ীদের দোকানে আগুন লাগায়, সমাজে অশান্তি বা দাঙ্গা ছড়ায়, তবে ধরে নিন এ পথ সরাসরি নরকে নিয়ে যাবে। যারা ‘গজওয়া-এ-হিন্দ’–এর মতো স্লোগান তুলে দেশবিরোধী কাজ করছে, তারা সতর্ক হোন।”
আরও পড়ুন: Epicentre of global terror: একটা দেশ সন্ত্রাসবাদের কেন্দ্রে পরিণত হয়েছে: জয়শঙ্কর
তিনি আরও (CM Yogi Adityanath) বলেন, “‘গজওয়া-এ-হিন্দ’ ভারতীয় মাটিতে কোনোদিন সম্ভব নয়। এই দেশ দেব – মহাপুরুষ ও শহিদদের আদর্শে পরিচালিত হবে। যারা এই স্বপ্ন দেখছে, তারা আসলে নিজেদের নরকে পাঠানোর টিকিট কেটে ফেলছে।”
মুখ্যমন্ত্রী আরও অভিযোগ করেন, কিছু মানুষ ছদ্মবেশে বলরামপুর থেকে দেশবিরোধী কার্যকলাপ চালানোর চেষ্টা করছে। এই ধরনের ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে সরকার কঠোর ব্যবস্থা নেবে। সমাজকে সচেতন থাকতে হবে বলেও জানান তিনি।
তিনি উদাহরণ দিয়ে বলেন, যেভাবে ‘ছাঙ্গুর বাবা’ নামে এক ব্যক্তি ছদ্মনামে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করেছিল, ঠিক সেভাবেই অনেকেই সমাজের চোখে ধুলো দেওয়ার চেষ্টা করছে। “পাপ যতই ঢেকে রাখা হোক, তার শাস্তি নিশ্চিত। ভারত মাতা কখনও এ ধরনের অপরাধ বরদাস্ত করবে না (Dreaming of Ghazwa-e-Hind in UP is akin to getting a ticket for Jahannum)।