বুলডোজার অ্যাকশান সংবিধান বিরোধী, বিদেশের সেমিনারে বললেন বিচারপতি গাভাই

- আপডেট : ৪ অক্টোবর ২০২৫, শনিবার
- / 493
পুবের কলম ওয়েবডেস্ক: দেশে আইনের শাসন রয়েছে। সেখানে বুলডোজার অ্যাকশনের কোনও জায়গা নেই, এই মন্তব্য ভারতের সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি বি আর গাভাইয়ের। বিচারপতি গাভাই বলেন, সুপ্রিম কোর্টও সম্প্রতি এক রায়ে স্পষ্ট করে দিয়েছে যে অভিযুক্তর বিরুদ্ধে বুলডোজার অভিযান চালানো আইন ব্যবস্থার খেলাপ। সরকার কখনোই একইসঙ্গে বিচারক, জুরি ও ব্যবস্থা গ্রহণকারী হতে পারে না। সংবিধানের ২১ ধারায় কোনও নাগরিকের জীবন ও সম্পত্তির অধিকার সুরক্ষিত রয়েছে। বুলডোজার অ্যাকশন সেই অধিকার হরণ করছে বলে মন্তব্য করেন বিচারপতি গাভাই।
প্রধান বিচারপতি গাভাই তিনদিনের সফরে মৌরি তালিরা এসেছেন। সেখানে বৃহত্তর গণতন্ত্রে আইনের শাসনের উপর একটি সেমিনারে বক্তব্য পেশ করার সময় বুলডোজার নিয়ে এই মন্তব্য করেন। তাঁর বক্তৃতার সময় সে দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতিও উপস্থিত ছিলেন। ভারতের আইনের শাসন প্রসঙ্গে তিনি বলেন, আইন শুধু এক গুচ্ছ বিধান নয় বরং নৈতিক ও সামাজিক প্রেক্ষাপটে সমতা, মর্যাদা ও সুশাসনের প্রতীক। বিচারপতি গাভাই বলেন, মহাত্মা গান্ধি ও ভীমরাও আম্বেদকরের দৃষ্টিভঙ্গি ছিল গণতন্ত্রে আইনের শাসন হবে সমাজে ইনসাফ ও দায়বদ্ধতার উজ্জ্বল দৃষ্টান্ত।
২০২৪ এর নভেম্বরে সুপ্রিম কোর্ট বুলডোজার অ্যাকশন নিয়ে রায় দিয়েছিল। কোর্ট নির্দেশ দিয়েছে কোনও অফিসার নিজেকে বিচারক মনে করতে পারেন না। তিনি সিদ্ধান্ত নিতে পারেন না, কে দোষী আর কে নির্দোষ। বুলডোজারের জন্য আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে। তার জন ১৫ দিনের নোটিশ জারি করতে হবে। যদি না করা হয় তাহলে ওই অফিসারের বেতন কেটে ভেঙে দেওযা পরিকাঠামো বানিয়ে দিতে হবে। সুপ্রিম কোর্ট এই নিয়ে ১৫ দফা গাইড লাইন বেঁধে দিয়েছে।
বিচারপতি গাভাই সম্প্রতি বলেছেন, বুলডোজার অ্যাকশন নিয়ে সুপ্রিম কোর্টের রায়ে তিনি দারুণভাবে সন্তুষ্ট। এই রায়ের একটি মানবিক দিক রয়েছে। একটি পরিবার সম্পূর্ণভাবে শাস্তি পেতে পারে না এই কারণে যে একটি সদস্য অপরাধে জড়িত। তিনি বলেন, এই রায়ের সঙ্গে জড়িয়ে রয়েছেন বিচারপতি কে ভি বিশ্বনাথন। তিনিও এই রায় লিখেছেন, তাই আমি মনে করি এই রায়ের জন্য বিচারপতি বিশ্বনাথেরও প্রশংসা হওয়া উচিত।
উল্লেখ্য বিচারপতি গাভাই যেদিন বিদেশে আইনের শাসন নিয়ে বক্তৃতা দিচ্ছেন এবং বুলডোজার অ্যাকশন নিয়ন্ত্রণ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের উল্লেখ করছেন সেদিনই উত্তরপ্রদেশের বেরেলিতে মুসলিমদের দোকান ও সম্পত্তিতে বুলডোজার চালানো হয়েছে। আই লাভ মুহাম্মদ সা. ব্যানার নিয়ে বিতর্ক শুরু হওয়ায় এবং পুলিশের দিতে ইট, পাথর ছোঁড়ার পরই উত্তরপ্রদেশ পুলিশি বুলডোজার অ্যাকশন নেমেছে।