জেলায় জেলায় পুজোর কার্নিভালের জৌলুস দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

- আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
- / 386
পুবের কলম ওয়েবডেস্ক: দুর্গাপুজোর আনুষ্ঠানিকতা শেষ হলেও উৎসবের আবহ এখনও ভাসছে রাজ্যজুড়ে। দেবী দুর্গার বিদায়ের মুহূর্তকে আরও রঙিন ও আনন্দময় করে তুলতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে প্রতি বছরই অনুষ্ঠিত হয় জেলার বিসর্জন কার্নিভাল। দশমীর পর একদিন জেলায় জেলায় এবং পরের দিন কলকাতায় হয় এই উৎসবমুখর শোভাযাত্রা।
শনিবার, ৪ অক্টোবর রাজ্যের নানা প্রান্তে অনুষ্ঠিত হয় এই বছরের কার্নিভাল। নানা জেলার প্রধান শহরগুলিতে সেরা প্রতিমাগুলি সুসজ্জিত ট্রাক বা ট্যাবলোয় করে অংশ নেয় বিশেষ শোভাযাত্রায়। নাচ, গান, ঢাকের তালে মুখরিত হয় বিসর্জনের পথ।
এই জাঁকজমকপূর্ণ আয়োজন দেখে আপ্লুত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি শনিবার সন্ধ্যায় নিজের এক্স (X) হ্যান্ডলে জেলার কার্নিভালের কয়েকটি মনোমুগ্ধকর ছবি শেয়ার করে লিখেছেন, “আজ দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে আমাদের সরকারের উদ্যোগে জেলায় জেলায় কার্নিভাল অনুষ্ঠিত হয়েছে। এই শোভাযাত্রা উৎসবের শেষ মুহূর্তকে আরও আবেগঘন ও জাঁকজমকপূর্ণ করে তুলেছে।”
আজ দেবী দুর্গার বিসর্জন উপলক্ষে আমাদের সরকারের উদ্যোগে জেলার পথে পথে হলো জেলার কার্নিভাল- বিসর্জনের বিশেষ শোভাযাত্রা, যা উৎসবের শেষ মুহূর্তকে করে তুলেছে আরও জাঁকজমকপূর্ণ ও আবেগঘন।
জেলার প্রধান শহরগুলিতে এই বিসর্জনের কার্নিভাল-এর আয়োজন করা হয়েছিল। জেলার সেরা প্রতিমাগুলি… pic.twitter.com/qkgqhrIqHr
— Mamata Banerjee (@MamataOfficial) October 4, 2025