০৫ অক্টোবর ২০২৫, রবিবার, ১৮ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর নেই : গাভাসকর

সুস্মিতা
  • আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
  • / 90

পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন অষ্ট্রেলিয়া সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে ভারত। যদিও গুরুত্বপূর্ণ সেই সিরিজে ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার মুহাম্মদ শামিকে আবারও জাতীয় দলে রাখলেন না নির্বাচকরা। অষ্ট্রেলিয়া সিরিজে দল থেকে প্রত্যাখ্যানের পর শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেল বলে জানালেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি মনে করেন, অষ্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজে মুহাম্মদ শামিকে নির্বাচকরা দলে না রাখায় বোঝা যাচ্ছে, তার আর দলে ফেরার সম্ভাবনা নেই। একই সঙ্গে শামির ক্রিকেট কেরিয়ারের হঠাৎ পতনের পিছনে তার চোটপ্রবনতাকেই দায়ী করেছেন লিটল মাস্টার।

আসন্ন অষ্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। ওই সফরে ৩টি ওয়ানডে ম্যাচ থাকবে, যা ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেই দলে শামির মতো ক্রিকেটারকে না রাখা নিয়ে আপত্তি নেই গাভাসকরের। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি মনে করি মুহাম্মদ শামির জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা কম, বিশেষ করে অষ্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ থেকে তার নাম সরিয়ে দেওয়ায়। গত কয়েক বছর ধরে শামি যেভাবে ঘন ঘন চোটের কবলে পড়েছে, তাতে তার প্রতি আস্থা হারিয়েছেন নির্বাচকরা।’

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

নিজের যুক্তির প্রতি সওয়াল করে সানি আরও বলেন, ‘আমরা সবাই জানি শামি একজন ক্লাস ক্রিকেটার। তার যোগ্যতা, খেলার প্রতি ভালোবাসা ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা যায় না। সে ভারতকে বহু সাফল্য এনে দিয়েছে। কিন্তু বিগত কয়েক’বছর তার ভালো কাটেনি। ঘন ঘন চোট পেয়েছেন এবং দলের বাইরে থেকেছেন। ওর ক্রিকেট কেরিয়ার সত্যি অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। একজন ফাস্ট বোলারের জন্য গোড়ালি, হাঁটু এবং পিঠের ইনজুরি থেকে কাটিয়ে ওঠা কখনই সহজ নয়। আর সে কারণেই হয়তো জাতীয় দলের নির্বাচকরা তাকে সামনের সিরিজগুলির জন্য বিবেচনা করছেন না।’

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বি -পাক্ষিক সিরিজ চান গাভাসকর

অষ্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে অভিজ্ঞ শামিকে না রাখায় অবশ্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তার সমর্থকরা। তাদের যুক্তি, এই মুহূর্তে শামি পুরো ফিট রয়েছেন। অষ্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছেন। ওই সিরিজের জন্য নতুন জুতো পর্যন্ত কিনে ফেলেছেন। অথচ তাকে গুরুত্বপূর্ণ অষ্ট্রেলিয়া সিরিজে দলে রাখা হল না। যদিও বিসিসিআই নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, সামনের ওয়ানডে বিশ্বকাপ হতে এখনও দুই বছর সময় বাকি রয়েছে। ততদিনে শামির বয়স বাড়বে, ফিটনেশ লেভেলও কমবে। সেটা মাথায় রেখে তারা এখন থেকেই বিশ্বকাপের জন্য একটা তরুণ ব্রিগেড গড়তে চাইছে।

আরও পড়ুন: সফল গোড়ালির অস্ত্রোপচার, শামির দ্রুত আরোগ্য কামনা করলেন মোদি

 

 

View this post on Instagram

 

A post shared by Cricket Addictor (@cricaddictor)

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা আর নেই : গাভাসকর

আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার

পুবের কলম ওয়েবডেস্ক: আসন্ন অষ্ট্রেলিয়া সফরের জন্য ১৫ সদস্যের ওয়ানডে দল ঘোষণা করে ভারত। যদিও গুরুত্বপূর্ণ সেই সিরিজে ভারতের অন্যতম অভিজ্ঞ পেসার মুহাম্মদ শামিকে আবারও জাতীয় দলে রাখলেন না নির্বাচকরা। অষ্ট্রেলিয়া সিরিজে দল থেকে প্রত্যাখ্যানের পর শামির জাতীয় দলে ফেরার সম্ভাবনা শেষ হয়ে গেল বলে জানালেন প্রাক্তন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাসকর। তিনি মনে করেন, অষ্ট্রেলিয়ার মতো গুরুত্বপূর্ণ সিরিজে মুহাম্মদ শামিকে নির্বাচকরা দলে না রাখায় বোঝা যাচ্ছে, তার আর দলে ফেরার সম্ভাবনা নেই। একই সঙ্গে শামির ক্রিকেট কেরিয়ারের হঠাৎ পতনের পিছনে তার চোটপ্রবনতাকেই দায়ী করেছেন লিটল মাস্টার।

আসন্ন অষ্ট্রেলিয়া সফরের জন্য ভারতের ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআইয়ের নির্বাচক কমিটি। ওই সফরে ৩টি ওয়ানডে ম্যাচ থাকবে, যা ১৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে। সেই দলে শামির মতো ক্রিকেটারকে না রাখা নিয়ে আপত্তি নেই গাভাসকরের। এ ব্যাপারে তিনি বলেন, ‘আমি মনে করি মুহাম্মদ শামির জাতীয় দলে ফিরে আসার সম্ভাবনা কম, বিশেষ করে অষ্ট্রেলিয়ায় ওয়ানডে সিরিজ থেকে তার নাম সরিয়ে দেওয়ায়। গত কয়েক বছর ধরে শামি যেভাবে ঘন ঘন চোটের কবলে পড়েছে, তাতে তার প্রতি আস্থা হারিয়েছেন নির্বাচকরা।’

আরও পড়ুন: ক্রিজে বেশিক্ষণ সময় কাটাও, রোহিতকে পরামর্শ গাভাসকরের

নিজের যুক্তির প্রতি সওয়াল করে সানি আরও বলেন, ‘আমরা সবাই জানি শামি একজন ক্লাস ক্রিকেটার। তার যোগ্যতা, খেলার প্রতি ভালোবাসা ও পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তোলা যায় না। সে ভারতকে বহু সাফল্য এনে দিয়েছে। কিন্তু বিগত কয়েক’বছর তার ভালো কাটেনি। ঘন ঘন চোট পেয়েছেন এবং দলের বাইরে থেকেছেন। ওর ক্রিকেট কেরিয়ার সত্যি অনেক চড়াই-উতরাইয়ের মধ্যে দিয়ে গিয়েছে। একজন ফাস্ট বোলারের জন্য গোড়ালি, হাঁটু এবং পিঠের ইনজুরি থেকে কাটিয়ে ওঠা কখনই সহজ নয়। আর সে কারণেই হয়তো জাতীয় দলের নির্বাচকরা তাকে সামনের সিরিজগুলির জন্য বিবেচনা করছেন না।’

আরও পড়ুন: ভারত-পাকিস্তান দ্বি -পাক্ষিক সিরিজ চান গাভাসকর

অষ্ট্রেলিয়া সিরিজে ভারতীয় দলে অভিজ্ঞ শামিকে না রাখায় অবশ্য সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ উগরে দিয়েছেন তার সমর্থকরা। তাদের যুক্তি, এই মুহূর্তে শামি পুরো ফিট রয়েছেন। অষ্ট্রেলিয়া সিরিজে খেলার জন্য লম্বা সময় ধরে প্রস্তুতি নিয়েছেন। ওই সিরিজের জন্য নতুন জুতো পর্যন্ত কিনে ফেলেছেন। অথচ তাকে গুরুত্বপূর্ণ অষ্ট্রেলিয়া সিরিজে দলে রাখা হল না। যদিও বিসিসিআই নির্বাচক প্রধান অজিত আগরকর জানিয়েছেন, সামনের ওয়ানডে বিশ্বকাপ হতে এখনও দুই বছর সময় বাকি রয়েছে। ততদিনে শামির বয়স বাড়বে, ফিটনেশ লেভেলও কমবে। সেটা মাথায় রেখে তারা এখন থেকেই বিশ্বকাপের জন্য একটা তরুণ ব্রিগেড গড়তে চাইছে।

আরও পড়ুন: সফল গোড়ালির অস্ত্রোপচার, শামির দ্রুত আরোগ্য কামনা করলেন মোদি

 

 

View this post on Instagram

 

A post shared by Cricket Addictor (@cricaddictor)