দ্রুত গতিতে চলছে উদ্ধার কাজ
পুবের কলম ওয়েবডেস্ক: দার্জিলিঙে এক রাতের প্রবল বৃষ্টি পাহাড়জুড়ে এনেছে ভয়াবহ বিপর্যয়। ধস ও বন্যায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রে জানা গেছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মিরিক, যেখানে মৃত ৯ জন। সুকিয়াপোখরিতে ৭ ও বিজনবাড়িতে ১ জনের মৃত্যুর খবর মিলেছে। শনিবার রাতে বালাসন নদীর উপর দুধিয়ার সেতুর একাংশ ভেঙে পড়ায় শিলিগুড়ি-মিরিক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। বহু রাস্তা, সেতু, ও বাড়িঘর ধসে পড়েছে।
পর্যটকরা পাহাড়ে আটকে পড়েছেন; বিমান পরিষেবাও ব্যাহত। জিটিএ মুখপাত্র এসপি শর্মা জানান, উদ্ধারকাজ চলছে, ক্ষতিগ্রস্ত এলাকাগুলিতে ত্রাণশিবির খোলা হয়েছে। জিটিএ প্রধান অনীত থাপা এবং সাংসদ রাজু বিস্তা প্রশাসনিক তৎপরতা জোরদার করার আশ্বাস দিয়েছেন। আপাতত টাইগার হিল, রক গার্ডেনসহ বিপজ্জনক পর্যটন এলাকা বন্ধ রাখা হয়েছে। পাহাড়ে এখনও চলছে ধসের আতঙ্ক ও উদ্ধার অভিযান।

































