২২ নভেম্বরের আগেই সম্পন্ন হবে বিহার বিধানসভা নির্বাচন, জানাল নির্বাচন কমিশন

- আপডেট : ৫ অক্টোবর ২০২৫, রবিবার
- / 124
পুবের কলম ওয়েবডেস্ক: বিহার বিধানসভা নির্বাচন ২২ নভেম্বরের আগেই সম্পন্ন হবে বলে জানাল নির্বাচন কমিশন। রবিবার পাটনায় সাংবাদিক বৈঠকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, সুষ্ঠুভাবে ভোট প্রক্রিয়া সম্পন্ন করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে। প্রতিটি বুথে ১২০০ জনের বেশি ভোটার থাকবে না এবং ১০০ শতাংশ ওয়েব কাস্টিং করা হবে। ২৪৩টি আসনে ভোটগ্রহণ হবে। বর্তমান সরকারের মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর, তাই তার আগেই নির্বাচন শেষ করার প্রস্তুতি চলছে।
দু’দিনের সফরে পাটনা আছেন নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার। সেখানে খতিয়ে দেখছেন নির্বাচনের প্রস্তুতি। শনিবার সাংবাদিক বৈঠক থেকে কমিশনার বলেন, “২২ নভেম্বরের মধ্যে যাবতীয় প্রক্রিয়া সম্পন্ন হয়ে যাবে। সুষ্ঠুভাবে নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতে যা যা করনীয় সবটাই করা হবে।” একইসঙ্গে জানান, “কোনও বুথেই ১২০০ জনের বেশি ভোটার থাকবে না। ভোটের ১০০ শতাংশ ওয়েব কাস্টিং হবে। বিহারে ২৪৩টি বিধানসভা নির্বাচন। বর্তমান সরকারের মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন সম্পন্ন হয়ে যাবে বিহারে।” উলেখ্য, বর্তমান বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে ২২ নভেম্বর। নিয়মমতো তার আগেই শেষ করতে হয় নির্বাচন প্রক্রিয়া।
#WATCH | Patna, Bihar: Chief Election Commissioner (CEC) Gyanesh Kumar says, “Bihar has 243 assembly constituencies – 2 for STs and 38 for SCs. The term of the Bihar Legislative Assembly ends on November 22, 2025, and elections will be held before that time… The Election… pic.twitter.com/GcMeHEXbK5
— ANI (@ANI) October 5, 2025