রাজ্যের ৮টি বিশ্ববিদ্যালয় পাচ্ছে স্থায়ী উপাচার্য, বাকি আরও ৭

- আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
- / 102
পুবের কলম ওয়েবডেস্ক: রাজ্যের ৮ বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগের জট কাটল। ওই আট বিশ্ববিদ্যালয়ে উপাচার্য নিয়োগ করল সুপ্রিম কোর্ট গঠিত বিশেষ কমিটি। আরও ৭টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ বাকী থাকল।
কলকাতা বিশ্ববিদ্যালয়ে স্থায়ী উপাচার্য হলেন আশুতোষ ঘোষ। এই বিশ্ববিদ্যালয়েরই রসায়ন বিভাগের অধ্যাপক তিনি। শান্তা দত্তের জায়গায় তিনি হলে নয়া উপাচার্য। এর আগেও অস্থায়ী ভাবে উপাচার্য পদ সামলেছেন তিনি।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। এই বিশ্ববিদ্যালয়ে কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের অধ্যাপক চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও।যাদবপুর বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হলেন চিরঞ্জীব ভট্টাচার্য। তিনি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতিও।
উচ্চ শিক্ষা দফতর সূত্রের খবর, ৮ টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসাবে নির্বাচিতরা নিয়োগপত্র পেতে চলেছেন খুব শীঘ্রই। সুপ্রিম কোর্টের নির্দেশের কপি এলেই উচ্চ শিক্ষা দফতরের তরফে নির্দেশিকা জারি করে দেওয়া হবে।
কোন বিশ্ববিদ্যালয়ে কোন উপাচার্য? সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে সোমবার রাজ্যের মোট ৮টি বিশ্ববিদ্যালয় পেয়েছে স্থায়ী উপাচার্য।উত্তরবঙ্গ বিশ্ববিদ্য়ালয়ে স্থায়ী উপাচার্য করা হয় ওম প্রকাশ মিশ্রকে।
এছাড়াও, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ে আশিস ভট্টাচার্য, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়ে উদয় বন্দ্যোপাধ্যায়, রায়গঞ্জ বিশ্ববিদ্যালয়ে অর্ণব সেন, সাধু রামচাঁদ বিশ্ববিদ্যালয়ে চন্দ্রদীপা ঘোষ ও বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়ে আবু তালেব খানকে স্থায়ী উপাচার্য হিসাবে নিয়োগ করা হচ্ছে বলেই খবর। তিনি গুয়াহাটি আইআইটির অধ্যাপক। এর আগে আবু তালেব খান আলিয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে ছিলেন।
রাজ্য ও রাজ্যপালের ঐকমত্যের ভিত্তিতে স্থায়ী উপাচার্য পাচ্ছে এই বিশ্ববিদ্যালয়গুলি। সোমবার সুপ্রিম কোর্টে এই মামলার শুনানি ছিল। সেখানে বলা হয়েছে, কলকাতা বিশ্ববিদ্যালয়, যাদবপুর বিশ্ববিদ্যালয়, বিশ্ববাংলা বিশ্ববিদ্যালয়, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়, কাজি নজরুল বিশ্ববিদ্যালয়, সাধু রামচাঁদ মুর্মু বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনয়ন নিয়ে আচার্য তথা রাজ্যপাল ও রাজ্য সরকার সহমত পোষণ করেছেন। ফলে এই বিশ্ববিদ্যালয়গুলিতে উপাচার্য নিয়োগে আর কোনও বাধা রইল না।
একইসঙ্গে সিদ্ধান্ত হয়েছে, রাজ্যের যে ক’টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে আচার্যের সঙ্গে রাজ্যের দ্বিমত দেখা দিয়েছে, সেই জটিলতা মেটাতে এ বার রাজ্য সরকার ও আচার্যের আইনজীবীদের সঙ্গে ‘ইন চেম্বার’ বৈঠক করবেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি সূর্যকান্ত ও বিচারপতি জয়মাল্য বাগচী।
রাজ্যের ৩৬টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ নিয়ে রাজ্য সরকার ও আচার্য সিভি আনন্দ বোসের মতপার্থক্য মেটাতে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি উদয় উমেশ ললিতের নেতৃত্বাধীন একটি উচ্চ ™র্যায়ের সিলেকশন কমিটি গঠন করে দেয় বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ। সেই বেঞ্চ-এর নির্দেশ মোতাবেকই শীর্ষ কোর্ট গঠিত কমিটি উপাচার্য নিয়োগের জন্য সার্চ কমিটি গঠন করে। এই ভিত্তিতেই উপাচার্য নিয়োগ করা হয় ৮ বিশ্ববিদ্যালয়ে।