০৬ অক্টোবর ২০২৫, সোমবার, ১৯ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

বুমরাহ অনুপস্থিতি আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়: সিরাজ

সুস্মিতা
  • আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার
  • / 89

পুুবের কলম ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে আগুনে বোলিং করেছেন মুহাম্মদ সিরাজ। স্পিন সহায়ক উইকেটেও যে এভাবে বাউন্স দেওয়া যায়, এভাবে সুইং করানো যায়, সেটা বোধহয় সিরাজের থেকে আর ভালো কেউই পারবেন না। জসপ্রীত বুমরাহর থেকেও এই টেস্টে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করেছেন মুহাম্মদ সিরাজ।

দুটি ইনিংস মিলিয়ে সাতটি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরাও হতে পারতেন। কিন্তু সেই পুরস্কার নিয়ে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। সঠিক সিদ্ধান্তই। সিরাজের এ নিয়ে কোনও মাথাব্যাথাও নেই। ইংল্যান্ড সফর থেকেই দেখা গেছে সিরাজ দুর্দান্ত বোলিং করছেন। বুমরাহ সঙ্গে থাকলে যত ভালো পারফরম্যান্স তিনি দিয়ে যাচ্ছেন, বুমরাহ দলে না থাকলে সিরাজের পারফরম্যান্স অনেক গুণ ভালো হচ্ছে। সব মিলিয়ে সিরাজ এই মুহূর্তে এক পরিপূর্ণ ফাস্ট বোলার। বিশেষ করে টেস্টে তো বটেই।

আরও পড়ুন: আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj

এক সাক্ষাৎকারে সিরাজ জানিয়েছেন, ‘আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, আমি সেটাকে পালন করার চেষ্টা করি। হতে পারে সেই দায়িত্ব অনেক কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সেটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে দেখি। বিশেষ করে বুমরাহ ভাই না থাকলে আমি সেই সিরিজের প্রতিটা ম্যাচকে বাড়তি গুরুত্ব সহকারে দেখি। আমাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এতে আমার আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে যায়।’ বহু ম্যাচে দেখা গিয়েছে বুমরাহর অনুপস্থিতি ভারতকে ম্যাচ জিতিয়েছে। আর সেই ম্যাচগুলিতে সিরাজ বাড়তি দায়িত্ব নিয়ে সফল হয়েছেন।বিশেষ করে ওভাল টেস্টে সিরাজের পারফরম্যান্স সবার মন জিতেছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: দোষীদের কড়া শাস্তির দাবি সিরাজের

সিরাজ এই সাফল্য নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘এজবাস্টনে নামার আগে অনেকেই আমার সম্পর্কে অনেক কথা বলেছেন। সেই সব আলোচনা থামানোটাই আমার কাছে তখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল।’ সিরাজ বলেছেন, ‘ওরা কেউ আমার লড়াইটা জানে না। অনেককে আমার অনেক কিছু জবাব দেওয়ার ছিল। বুমরাহ চোটের জন্য দলে ছিলেন না। আমার ওপর বাড়তি দায়িত্ব ছিল। আমি তাঁর অভাব বুঝতে দিতে চাইনি। গোটা দলের সবাই আমাকে উৎসাহ জুগিয়ে গিয়েছেন।’ বুমরাহ না থাকলে তাঁকে কি ধরনের দায়িত্ব নিতে হয়, তা জানাতে গিয়ে সিরাজ জানিয়েছেন, ‘আমি সবসময়ই ইতিবাচক থাকার চেষ্টা করেছি। বুমরাহ ভাইকে এটা বলেছিলাম, তুমি সুস্থ হয়ে ওঠো। বাকিটা আমি দেখছি।’ বুমরাহর অনুপস্থিতি সিরাজের পারফরম্যান্সকে আরও বাড়িয়ে দেয়। এটা বারবার প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: Mohammed Siraj’s ইফতার পাটিতে AIMIM নেতা মাজিদ

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

বুমরাহ অনুপস্থিতি আমার আত্মবিশ্বাস আরও বাড়িয়ে দেয়: সিরাজ

আপডেট : ৬ অক্টোবর ২০২৫, সোমবার

পুুবের কলম ওয়েবডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টেস্টে আগুনে বোলিং করেছেন মুহাম্মদ সিরাজ। স্পিন সহায়ক উইকেটেও যে এভাবে বাউন্স দেওয়া যায়, এভাবে সুইং করানো যায়, সেটা বোধহয় সিরাজের থেকে আর ভালো কেউই পারবেন না। জসপ্রীত বুমরাহর থেকেও এই টেস্টে অনেক বেশি কার্যকরী ভূমিকা পালন করেছেন মুহাম্মদ সিরাজ।

দুটি ইনিংস মিলিয়ে সাতটি উইকেট নিয়েছেন তিনি। ম্যাচের সেরাও হতে পারতেন। কিন্তু সেই পুরস্কার নিয়ে গিয়েছেন রবীন্দ্র জাদেজা। সঠিক সিদ্ধান্তই। সিরাজের এ নিয়ে কোনও মাথাব্যাথাও নেই। ইংল্যান্ড সফর থেকেই দেখা গেছে সিরাজ দুর্দান্ত বোলিং করছেন। বুমরাহ সঙ্গে থাকলে যত ভালো পারফরম্যান্স তিনি দিয়ে যাচ্ছেন, বুমরাহ দলে না থাকলে সিরাজের পারফরম্যান্স অনেক গুণ ভালো হচ্ছে। সব মিলিয়ে সিরাজ এই মুহূর্তে এক পরিপূর্ণ ফাস্ট বোলার। বিশেষ করে টেস্টে তো বটেই।

আরও পড়ুন: আইসিসির আগস্ট সেরার স্বীকৃতি পেলেন Mohammed Siraj

এক সাক্ষাৎকারে সিরাজ জানিয়েছেন, ‘আমাকে যখন দায়িত্ব দেওয়া হয়, আমি সেটাকে পালন করার চেষ্টা করি। হতে পারে সেই দায়িত্ব অনেক কম গুরুত্বপূর্ণ, কিন্তু আমি সেটাকে অত্যধিক গুরুত্ব দিয়ে দেখি। বিশেষ করে বুমরাহ ভাই না থাকলে আমি সেই সিরিজের প্রতিটা ম্যাচকে বাড়তি গুরুত্ব সহকারে দেখি। আমাকে বাড়তি দায়িত্ব দেওয়া হয়। আমি সেই দায়িত্ব পালন করার চেষ্টা করি। এতে আমার আত্মবিশ্বাসও অনেকটা বেড়ে যায়।’ বহু ম্যাচে দেখা গিয়েছে বুমরাহর অনুপস্থিতি ভারতকে ম্যাচ জিতিয়েছে। আর সেই ম্যাচগুলিতে সিরাজ বাড়তি দায়িত্ব নিয়ে সফল হয়েছেন।বিশেষ করে ওভাল টেস্টে সিরাজের পারফরম্যান্স সবার মন জিতেছে।

আরও পড়ুন: Pahalgam Terror Attack: দোষীদের কড়া শাস্তির দাবি সিরাজের

সিরাজ এই সাফল্য নিয়ে বলতে গিয়ে বলেছেন, ‘এজবাস্টনে নামার আগে অনেকেই আমার সম্পর্কে অনেক কথা বলেছেন। সেই সব আলোচনা থামানোটাই আমার কাছে তখন লক্ষ্য হয়ে দাঁড়িয়েছিল।’ সিরাজ বলেছেন, ‘ওরা কেউ আমার লড়াইটা জানে না। অনেককে আমার অনেক কিছু জবাব দেওয়ার ছিল। বুমরাহ চোটের জন্য দলে ছিলেন না। আমার ওপর বাড়তি দায়িত্ব ছিল। আমি তাঁর অভাব বুঝতে দিতে চাইনি। গোটা দলের সবাই আমাকে উৎসাহ জুগিয়ে গিয়েছেন।’ বুমরাহ না থাকলে তাঁকে কি ধরনের দায়িত্ব নিতে হয়, তা জানাতে গিয়ে সিরাজ জানিয়েছেন, ‘আমি সবসময়ই ইতিবাচক থাকার চেষ্টা করেছি। বুমরাহ ভাইকে এটা বলেছিলাম, তুমি সুস্থ হয়ে ওঠো। বাকিটা আমি দেখছি।’ বুমরাহর অনুপস্থিতি সিরাজের পারফরম্যান্সকে আরও বাড়িয়ে দেয়। এটা বারবার প্রমাণিত হয়েছে।

আরও পড়ুন: Mohammed Siraj’s ইফতার পাটিতে AIMIM নেতা মাজিদ