১৩ অক্টোবর ২০২৫, সোমবার, ২৬ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ

ফেরানো হোক জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা! আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি আগামীকাল

সুস্মিতা
  • আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার
  • / 281

পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মামলার শুনানি সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ছ’বছর আগে ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা হয়। রাজ্যের তকমাও হারায় জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়; জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।

গত বছর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে। সরকার গঠিত হয়েছে। তার পর থেকে আরও জোরালো হয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি। বস্তুত, গত বছরে বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক দলগুলির অন্যতম প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে। এমনকী, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারে জম্মুতে গিয়েও এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশ্বস্ত করেছিলেন, বিধানসভা ভোটের পরে রাজ্যের মর্যাদাও ফেরানো হবে। তবে লোকসভা ভোট এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট মিটে গেলেও এখনও পর্যন্ত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন: কবে ফিরবে পূর্ণরাজ্যের মর্যাদা? চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে ডেডলাইন শীর্ষ আদালতের

এ অবস্থায় জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কলেজ শিক্ষক জহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক এবং বিধায়ক ইরফান হাবিব লোণ । তাঁদের দাবি, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা না-দেওয়ার ফলে নাগরিক অধিকারের উপর বিরূপ প্রভাব পড়ছে। গত বছর জন্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের আবহেই এই সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের বক্তব্য ছিল, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আগেই আইনসভা (বিধানসভা) গঠন করা যুক্তরাষ্ট্রীয় ধারণার পরিপন্থী।

আরও পড়ুন: নভেম্বরের ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল এসএসসি

আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতে জানান, আগামী শুক্রবার (১০ অক্টোবর) এই মামলা শুনানির জন্য স্থির রয়েছে। দিনটি যাতে পরিবর্তন করা না হয়, সেই অনুরোধ জানান তিনি। শীর্ষ আদালতও জানিয়েছে, শুক্রবারের শুনানির তালিকা থেকে ওই মামলাটি সরানো হবে না।সকল আবেদনের মধ্যে সাধারণ যুক্তি হল, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন ৮ অক্টোবর, ২০২৪ তারিখে সম্পন্ন হলেও, আজ পর্যন্ত রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা হয়নি। এটি আদালতের নির্দেশ লঙ্ঘন করে।

আরও পড়ুন: এসএসসিকে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের

Copyright © Puber Kalom All rights reserved.| Developed by eTech Builder

ফেরানো হোক জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা! আর্জি সুপ্রিম কোর্টে, শুনানি আগামীকাল

আপডেট : ৯ অক্টোবর ২০২৫, বৃহস্পতিবার

পুবের কলম ওয়েবডেস্ক: জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে মামলার শুনানি সুপ্রিম কোর্ট। আজ শুক্রবার এই সংক্রান্ত মামলার শুনানি হবে বলে জানিয়েছে শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। বিচারপতি বিআর গাভাই এবং বিচারপতি কে বিনোদ চন্দ্রনের বেঞ্চে এই সংক্রান্ত আবেদনের শুনানি অনুষ্ঠিত হয়। ছ’বছর আগে ২০১৯ সালের ৫ আগস্ট সংবিধানের ৩৭০ অনুচ্ছেদ প্রত্যাহার করা হয়। রাজ্যের তকমাও হারায় জম্মু ও কাশ্মীর। জম্মু ও কাশ্মীর রাজ্যকে ভেঙে দু’টি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল করা হয়; জম্মু ও কাশ্মীর এবং লাদাখ।

গত বছর জম্মু ও কাশ্মীরে বিধানসভা ভোট হয়েছে। সরকার গঠিত হয়েছে। তার পর থেকে আরও জোরালো হয়েছে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবি। বস্তুত, গত বছরে বিধানসভা ভোটের আগে জম্মু ও কাশ্মীরে আঞ্চলিক দলগুলির অন্যতম প্রতিশ্রুতি ছিল, ক্ষমতায় এলে পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানো হবে। এমনকী, ২০২৪ সালের লোকসভা ভোটের প্রচারে জম্মুতে গিয়েও এ বিষয়ে আশ্বাস দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি আশ্বস্ত করেছিলেন, বিধানসভা ভোটের পরে রাজ্যের মর্যাদাও ফেরানো হবে। তবে লোকসভা ভোট এবং জম্মু ও কাশ্মীরের বিধানসভা ভোট মিটে গেলেও এখনও পর্যন্ত পূর্ণ রাজ্যের মর্যাদা ফিরে পায়নি জম্মু ও কাশ্মীর।

আরও পড়ুন: কবে ফিরবে পূর্ণরাজ্যের মর্যাদা? চার সপ্তাহের মধ্যে কেন্দ্রকে সিদ্ধান্ত জানাতে ডেডলাইন শীর্ষ আদালতের

এ অবস্থায় জম্মু ও কাশ্মীরের পূর্ণ রাজ্যের মর্যাদা ফেরানোর দাবিতে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন কলেজ শিক্ষক জহুর আহমেদ ভাট এবং সমাজকর্মী খুরশিদ আহমেদ মালিক এবং বিধায়ক ইরফান হাবিব লোণ । তাঁদের দাবি, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা না-দেওয়ার ফলে নাগরিক অধিকারের উপর বিরূপ প্রভাব পড়ছে। গত বছর জন্মু ও কাশ্মীরের বিধানসভা ভোটের আবহেই এই সুপ্রিম কোর্টে এই মামলা দায়ের হয়েছিল। মামলাকারীদের বক্তব্য ছিল, জম্মু ও কাশ্মীরকে রাজ্যের মর্যাদা ফেরানোর আগেই আইনসভা (বিধানসভা) গঠন করা যুক্তরাষ্ট্রীয় ধারণার পরিপন্থী।

আরও পড়ুন: নভেম্বরের ফল প্রকাশ নিয়ে সুপ্রিম কোর্টের অনুমতি চাইল এসএসসি

আইনি খবর পরিবেশনকারী ওয়েবসাইট ‘বার অ্যান্ড বেঞ্চ’ অনুসারে, আইনজীবী গোপাল শঙ্করনারায়ণ এ বিষয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করেন। তিনি আদালতে জানান, আগামী শুক্রবার (১০ অক্টোবর) এই মামলা শুনানির জন্য স্থির রয়েছে। দিনটি যাতে পরিবর্তন করা না হয়, সেই অনুরোধ জানান তিনি। শীর্ষ আদালতও জানিয়েছে, শুক্রবারের শুনানির তালিকা থেকে ওই মামলাটি সরানো হবে না।সকল আবেদনের মধ্যে সাধারণ যুক্তি হল, জম্মু ও কাশ্মীর কেন্দ্রশাসিত অঞ্চলের নির্বাচন ৮ অক্টোবর, ২০২৪ তারিখে সম্পন্ন হলেও, আজ পর্যন্ত রাজ্যের মর্যাদা পুনরুদ্ধার করা হয়নি। এটি আদালতের নির্দেশ লঙ্ঘন করে।

আরও পড়ুন: এসএসসিকে অযোগ্যদের তালিকা প্রকাশের নির্দেশ সুপ্রিম কোর্টের