ভয়াবহ ভূমিকম্পে কাঁপল ফিলিপিন্স, জারি সুনামি সতর্কতা

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 157
পুবের কলম, ওয়েবডেস্ক: ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে উঠেছে ফিলিপিন্স। শুক্রবার স্থানীয় সময় সকাল ৯টা ৪৩ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়। এর কেন্দ্র ছিল মানায় শহর থেকে প্রায় ৬২ কিলোমিটার দূরে সমুদ্রবক্ষে, ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে।
ফিলিপাইন ইন্সটিটিউট অফ ভলক্যানো অ্যান্ড সিসমোলজির তথ্যানুসারে, ভূমিকম্পের প্রভাব ৩০০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত হয়েছে। এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি, তবে দেশজুড়ে আতঙ্ক ছড়িয়েছে। সমুদ্রে ৩ মিটার পর্যন্ত উঁচু ঢেউ উঠতে পারে বলে সতর্কতা জারি করা হয়েছে। ইন্দোনেশিয়া ও পাপুয়া নিউ গিনিতেও সতর্কতা ঘোষণা করা হয়েছে। সপ্তাহখানেক আগেই ৬.৯ মাত্রার কম্পনে কেঁপেছিল দেশটি, যেখানে অন্তত ৭২ জনের প্রাণহানি ঘটে।
A 7.4 magnitude earthquake has struck off Mindanao at 09.43 local time today prompting tsunami warnings in the Philippines and Indonesia.
This is what it looked in the Philippines. pic.twitter.com/BIYsrRE8Kw
— Massimo (@Rainmaker1973) October 10, 2025