অক্টোবরে গাজায় যাবে তুর্কি শান্তিরক্ষী বাহিনী

- আপডেট : ১০ অক্টোবর ২০২৫, শুক্রবার
- / 204
আঙ্কারা, ১০ অক্টোবর: গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে গঠিত আন্তর্জাতিক যৌথ বাহিনীতে অক্টোবরের শেষ নাগাদ যোগ দিতে পারে তুর্কি সেনারা। শুক্রবার একাধিক আন্তর্জাতিক গণমাধ্যমে জানানো হয়, মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড প্রধান অ্যাডমিরাল ব্র্যাডলি কুপার আগামী দুই সপ্তাহের মধ্যেই এই বাহিনীর সদর দফতর গঠন করবেন। এই কেন্দ্র থেকেই গাজা যুদ্ধবিরতির বাস্তবায়ন তদারকি ও আন্তর্জাতিক বাহিনীর সমন্বয় করা হবে।
প্রাথমিকভাবে প্রায় ২০০ মার্কিন সেনা এই বাহিনীতে যুক্ত হবেন। তবে তাঁরা সরাসরি গাজায় মোতায়েন হবেন না; বরং বাহিনীর পরিকল্পনা, তদারকি ও সমন্বয়কারীর ভূমিকা পালন করবেন, যাতে যুদ্ধবিরতি চুক্তির কোনও লঙ্ঘন না ঘটে। এই বাহিনীতে যুক্তরাষ্ট্রের পাশাপাশি মিসর, কাতার, তুরস্ক এবং সম্ভবত সংযুক্ত আরব আমিরাতের সেনারাও অন্তর্ভুক্ত থাকবে। তাদের মূল দায়িত্ব হবে গাজায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণ, মানবিক সহায়তার নিরাপদ প্রবেশ নিশ্চিত করা এবং ইসরাইলি বাহিনীর প্রত্যাহার প্রক্রিয়া মনিটর করা।
তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, তুর্কি সশস্ত্র বাহিনী বহু বছর ধরে আন্তর্জাতিক শান্তিরক্ষা মিশনে অংশ নিয়ে অভিজ্ঞতা অর্জন করেছে;বসনিয়া, আফগানিস্তান ও কসোভোর মতো অঞ্চলে শান্তি ও নিরাপত্তা রক্ষায় সফল ভূমিকা রেখেছে তারা। মন্ত্রণালয়ের ভাষায়, ‘তুর্কি সেনারা পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও মানবিক মূল্যবোধের কারণে সর্বস্তরে প্রশংসিত হয়েছে এবং গাজা মিশনেও তারা একই মনোভাব নিয়ে দায়িত্ব পালন করতে প্রস্তুত।’