১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার, ২৭ আশ্বিন ১৪৩২ বঙ্গাব্দ
BREAKING :
তালিবান মন্ত্রীর ‘মেল-ওনলি’ বৈঠকে ক্ষোভে ফেটে পড়লেন মহুয়া মৈত্র

মোক্তার হোসেন মন্ডল
- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 254
পুবের কলম ওয়েবডেস্ক: ভারতে সফরে এসে মহিলা সাংবাদিকদের বাদ দিয়ে শুধুমাত্র পুরুষ সাংবাদিকদের নিয়ে বৈঠক করলেন আফগানিস্তানের তালিবান সরকারের বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকি। বিষয়টি সামনে আসতেই তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র।
তিনি প্রশ্ন তোলেন, “কীভাবে ভারত সরকার ও এস জয়শঙ্কর এমন বৈষম্যমূলক বৈঠকের অনুমতি দিলেন?” গত শুক্রবার নয়াদিল্লিতে এই বৈঠকের পর ভারত আফগানিস্তানে ফের দূতাবাস খোলার ঘোষণা দেয়। মহিলা সাংবাদিকরাও সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন, বৈঠকে ঢুকতে না দেওয়ায় প্রতিবাদ জানিয়েছেন অনেকে। তবে বিদেশ মন্ত্রক জানিয়েছে, এই সিদ্ধান্তের সঙ্গে তাদের কোনও যোগ নেই।
Tag :