বিরোধী কণ্ঠে কোপ কেন্দ্রের, সাসপেন্ড অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট

- আপডেট : ১১ অক্টোবর ২০২৫, শনিবার
- / 161
পুবের কলম, ওয়েবডেস্ক: কেন্দ্রের বিরুদ্ধে বারংবার বিরোধীদের কণ্ঠরোধ করার অভিযোগ উঠেছে। এবার সমাজবাদী পার্টির (সপা) প্রধান অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট বন্ধ করে দিল কেন্দ্রের তথ্য ও সম্প্রচার মন্ত্রক। শনিবার সপা অভিযোগ তুলেছে, অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড করে দেওয়া হয়েছে। ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ডের জন্য বিজেপি সরকারকে দায়ী। তারা বিরোধীদের কণ্ঠরোধ করতেই এই পদক্ষেপ নিয়েছে। বিরোধী নেতার ফেসবুক সাসপেন্ডকে গণতন্ত্রের উপর আক্রমণ। ইতিমধ্যে ফেসবুক অ্যাকাউন্ট রিস্টোর না করা হলে আইনি পদক্ষেপ করার হুঁশিয়ারি দিয়েছে অখিলেশের দল।
VIDEO | Reacting to suspension of Samajwadi Party president Akhilesh Yadav’s official Facebook account, SP spokesperson Fakhrul Hasan Chaand says, “The party will explore legal options if the account is not restored.”
(Full video available on PTI Videos -… pic.twitter.com/jJ9l06Q0ji
— Press Trust of India (@PTI_News) October 11, 2025
গেরুয়া শিবিরের প্রতি ক্ষোভ উগরে দিয়েছেন সমাজবাদী পার্টির নেতা ফকরুল হাসান চাঁদ। বিজেপি সরকার দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে বলে অভিযোগ তুলেছেন তিনি। সপা নেতা বলেন, ‘দেশের তৃতীয় বৃহত্তম দলের নেতা অখিলেশ যাদবের ফেসবুক অ্যাকাউন্ট সাসপেন্ড গণতন্ত্রের উপর আক্রমণ। বিজেপি সরকার দেশে অঘোষিত জরুরি অবস্থা জারি করেছে। তাই বিরোধীদের তোলা প্রতিটি স্বর দমন করতে চাইছে।’ যদিও এ বিষয়ে এখনও মুখ খোলেনি পদ্ম শিবির।
বিজেপি এই কাজ করে ‘মারাত্মক ভুল’ আখ্যা দিয়ে সমাজবাদী পার্টির জাতীয় সম্পাদক রাজীব রাই এক্স পোস্টে লিখেছেন, ‘উত্তরপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা দেশের তৃতীয় বৃহত্তম দলের নেতার ফেসবুক অ্যাকাউন্ট ব্লক শুধু নিন্দাজনক নয়। ভারতের গণতান্ত্রিক কাঠামোয় আঘাত।’