গাজা যুদ্ধ থেমে যাওয়ার ঘোষণা ট্রাম্পের, আজ শান্তি সম্মেলন মিশরে

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 105
পুবের কলম ওয়েবডেস্ক: নোবেল হাতছাড়া হওয়ার পরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করলেন, গাজার যুদ্ধ শেষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “যুদ্ধ থেমে গিয়েছে, গাজা আবার স্বাভাবিক ছন্দে ফিরবে।” ট্রাম্প জানান, যুদ্ধবিরতিতে কাতারের ভূমিকা গুরুত্বপূর্ণ, আর তিনি শিগগিরই ইজরায়েলে পৌঁছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে পণবন্দি ফেরানো নিয়ে আলোচনা করবেন।
সোমবার মিশরের শার্ম আল-শেখে ট্রাম্প ও প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসির যৌথ সভাপতিত্বে হবে গাজা শান্তি সম্মেলন, যেখানে ২০টিরও বেশি দেশের নেতা অংশ নেবেন। ভারতের পক্ষ থেকে উপস্থিত থাকবেন কীর্তিবর্ধন সিং।
তবে হামাস ইতিমধ্যেই জানিয়েছে, গাজা ছাড়ার শর্ত মেনে তারা চুক্তিতে সই করবে না। ফলে সম্মেলনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠা হবে কি না, তা নিয়ে এখনই অনিশ্চয়তা রয়ে গেছে।