দ্বিতীয় দফায় ৬৫ প্রার্থীর নাম ঘোষণা করল জন সুরজ, ‘ঐতিহাসিক’ বললেন পিকে

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 93
পুবের কলম, ওয়েবডেস্ক: বিহারজুড়ে শুরু হয়েছে ভোটের দামামা। আগামী নভেম্বরেই বিহারে অনুষ্ঠিত হবে বিধানসভা নির্বাচন। ইতিমধ্যে ভোটারদের মধ্যে শুরু হয়েছে উন্মাদনা। রাজনৈতিক দলগুলিও শুরু করেছে ভোটযুদ্ধে লড়াইয়ের প্রস্তুতি।
এই পরিস্থিতিতে সোমবার বিহার নির্বাচনকে সামনে রেখে দ্বিতীয় প্রার্থী তালিকা প্রকাশ করল প্রশান্ত কিশোরের দল জন সুরজ পার্টি। সোমবার দ্বিতীয় দফায় ৬৫জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। সবমিলিয়ে ২৪৩ আসনের বিহার বিধানসভায় ১১৬ আসনে প্রার্থীর নাম ঘোষণা করে দিল পিকের দল।
এদিন সাংবাদিক বৈঠকে দলের প্রার্থী তালিকাকে ‘ঐতিহাসিক’ বলে উল্লেখ করেছেন প্রশান্ত কিশোর। তিনি বলেন, “আজ দ্বিতীয় প্রার্থী তালিকায় আমরা ৬৫ জন প্রার্থীর নাম ঘোষণা করেছি। বিহারের ইতিহাসে এই প্রথমবার এত বেশি পরিমাণে তপশিলি জাতি ও উপজাতির মানুষকে প্রার্থী করা হল।” প্রশান্ত কিশোর বলেন, ৬৫ জন প্রার্থীর মধ্যে ২০ জন সংরক্ষিত আসনে (১৯ তপশিলি জাতি ও একটি তপশিলি উপজাতি) লড়বেন। অন্যান্য আসনগুলির মধ্যে ১০টি করে মোট ২০টি আসন তপশিলি জাতি-উপজাতিকে দেওয়া হয়েছে। এবং ১৪টি আসনে সংখ্যালঘু প্রার্থীকে টিকিট দিয়েছে জন সুরজ।
অন্যদিকে, রবিবার বিহারের নির্বাচনে শরিকদের মধ্যে আসন বণ্টনের চূড়ান্ত করেছে এনডিএ। কে কতগুলি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে? তা চূড়ান্ত হয়েছে রবিবার। এদিন নয়াদিল্লিতে পদ্ম শিবিরের হেড কোয়ার্টার্সে এক বৈঠকে এই আসন বণ্টন চূড়ান্ত হয়।
বৈঠকে ছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীস, বিহারের উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরি। এছাড়াও এনডিএ-র শরিক দলগুলির নেতারা। বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক বিনোদ তাওড়ে বলেন, বিজেপি ও জেডি(ইউ) সমান আসনে প্রার্থী দিচ্ছে। দুটি দলই ১০১টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে। বাকি যে ৪১টি আসন থাকছে, তার মধ্যে চিরাগ পাসওয়ানের এলজেপি (রামবিলাস) ২৯টি আসনে লড়বে। এছাড়া আরএসএলপি ও এইচএএম ৬টি করে আসনে প্রতিদ্বন্দ্বিতা করবে।