তেলেঙ্গানায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাসের শিশুর মৃত্যু!

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 98
পুবের কলম, ওয়েবডেস্ক: তেলেঙ্গানার সাঙ্গারেড্ডি জেলায় পোলিও ড্রপ খাওয়ানোর পর তিন মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটে কাংটি মন্ডলে। শিশুটির শোকার্ত বাবা-মা জানান, রাজ্য সরকারের বিশেষ টিকাদান কর্মসূচির অংশ হিসেবে তারা তাদের সন্তানকে পোলিও ড্রপ খাওয়াতে নিয়ে গিয়েছিলেন। শিশুর মা বলেন, “ফিরে আসার পর থেকেই আমাদের বাচ্চা বমি করতে শুরু করে। দুধ খেতে চাইছিল না, আর ক্রমাগত কাঁদছিল”।
তিনি আরও জানান, কিছুক্ষণ পরে তারা তাদের প্রথম সন্তানকে আত্মীয়ের বাড়িতে রেখে ফিরে আসেন। কিন্তু তখন দেখেন শিশুটির পুরো শরীর ফুলে গেছে। “তার হাত-পা সব ফুলে গিয়েছিল। আমরা তাড়াতাড়ি হাসপাতালে নিয়ে যাই, কিন্তু ডাক্তাররা তাকে বাঁচাতে পারেননি”।
রাজ্য সরকার বর্তমানে হায়দরাবাদ, সাঙ্গারেড্ডি, রাঙ্গারেড্ডি, মেদচাল, হানমকোন্ডা ও ওয়ারাঙ্গল জেলায় পাঁচ বছরের কম বয়সী শিশুদের জন্য বিশেষ পালস পোলিও অভিযান পরিচালনা করছে। রবিবার (১২ অক্টোবর) পর্যন্ত মোট ১৬,৩৫,৪৩২ শিশুকে পোলিও ড্রপ খাওয়ানো হয়েছে। সরকারি কর্মকর্তাদের মতে, প্রায় ৯৪.৪ শতাংশ শিশু এ পর্যন্ত টিকাপ্রাপ্ত হয়েছে। এই টিকাদান অভিযান আরও দুই দিন চলবে।