জীবনের শেষদিন পর্যন্ত লড়ব: রাজনৈতিক প্রতিহিংসা অভিযোগ তুলে তোপ তেজস্বীর

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 95
পুবের কলম, ওয়েবডেস্ক: নির্বাচনের আগেই বড় ধাক্কা আরজেডিতে। হাই ভোল্টেজ বিধানসভা নির্বাচনের আগে দুর্নীতি মামলায় দলের প্রতিষ্ঠাতা লালু প্রসাদ যাদব, তাঁর স্ত্রী রাবড়ি দেবী ও তাঁর ছেলে তেজস্বী যাদবের বিরুদ্ধে চার্জ গঠন করা হল।
এ দিন দিল্লির রাউস অ্যাভিনিউ আদালতে আইআরসিটিসি দুর্নীতি মামলায় শুনানিতে বলা হয় যে লালু যাদব টেন্ডার দুর্নীতিতে জড়িত ছিলেন, তার যথেষ্ট প্রমাণ রয়েছে। যদিও এনিয়ে এবার সরাসরি বিজেপিকে তোপ দাগলেন তেজস্বী। অভিযোগ করলেন, রাজনৈতিক প্রতিহিংসা শিকার। জীবনের শেষদিন পর্যন্ত লড়ব।
তেজস্বী বলেন, “আদালতের রায়কে আমরা সম্মান করি। এই মামলা আমরা লড়ব। আমরা শুরু থেকেই বলে আসছি যে নির্বাচন যত এগিয়ে আসবে তত এধরনের জিনিসপত্র ঘটবে। বিহারের মানুষ বুদ্ধিমান। তাঁরা জানে কী ঘটছে। আমরা রাজনৈতিক প্রতিহিংসার শিকার। জীবনের শেষদিন পর্যন্ত লড়ে যাব।”
এরপরই লালুর প্রশংসা করে তিনি বলেন, “বাবা সবচেয়ে জনপ্রিয় রেলমন্ত্রী ছিলেন। তিনি রেলকে ৯০ হাজার কোটি টাকা মুনাফা এনে দিয়েছিলেন। প্রতিটি বাজেটে তিনি রেলের ভাড়া কমিয়েছেন। হার্ভার্ড এবং আইআইএম-এর ছাত্রছাত্রীরা তাঁর কাছে পড়াশোনা করতে আসতেন। বিহার এবং দেশের মানুষ সত্যটা জানেন।”