অর্থনীতিতে নোবেল পেলেন ৩ গবেষক

- আপডেট : ১৩ অক্টোবর ২০২৫, সোমবার
- / 72
পুবের কলম, ওয়েবডেস্ক: সোমবার রয়্যাল সুইডিশ অ্যাকাডেমি ২০২৫ সালের অর্থনীতিতে নোবেল পুরস্কারের জন্য তিন অর্থশাস্ত্রীর নাম ঘোষণা করেছে। প্রযুক্তিগত উদ্ভাবন কীভাবে অর্থনৈতিক বিকাশে সহায়ক হতে পারে, সেই দিশা দেখানোর জন্য যৌথভাবে মনোনীত হয়েছেন জোয়েল মোকির, ফিলিপ অ্যাঘিয়ন এবং পিটার হাউইট।
নোবেল কমিটির ঘোষণা অনুযায়ী, মোকিরকে ‘প্রযুক্তিগত অগ্রগতির মাধ্যমে সুস্থিত বৃদ্ধির পূর্বশর্তগুলি’ চিহ্নিত করার জন্য পুরস্কারের অর্ধেক দেওয়া হয়েছে। বাকি অর্ধেক অ্যাঘিয়ন এবং হাউইট ভাগ করে নিয়েছেন ‘সৃজনশীল ধ্বংস’ তত্ত্বের গাণিতিক মডেল তৈরির জন্য।
এই তত্ত্ব ব্যাখ্যা করে, কীভাবে নতুন পণ্য বা উদ্ভাবন বাজারে এলে পুরোনো পণ্য বিক্রয়কারী প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হয় এবং এভাবে অর্থনৈতিক প্রবৃদ্ধি ঘটে। আমেরিকান-ইসরাইলি অর্থনীতিবিদ মোকির, ফ্রান্সের অ্যাঘিয়ন এবং কানাডার হাউইট;এই তিনজনের গবেষণা টেকসই অর্থনৈতিক বৃদ্ধির প্রক্রিয়া বিশ্লেষণে নতুন মাত্রা যোগ করেছে।
Daniel Kahneman’s research applied psychology to economics and revealed that investment decisions were often based on irrational factors. He was awarded the 2002 prize in economic sciences although he had reportedly never taken an economics class.
Stay with us – we will be… pic.twitter.com/FUs0R9m22D
— The Nobel Prize (@NobelPrize) October 13, 2025