ডাবল ইঞ্জিনের দিল্লিতে এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা, উত্তাল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস

- আপডেট : ১৪ অক্টোবর ২০২৫, মঙ্গলবার
- / 120
পুবের কলম, ওয়েবডেস্ক: দেশের রাজধানী দিল্লিতে এবার ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা। ডাবল ইঞ্জিনের রাজ্যে দিল্লির দক্ষিণ এশিয়া বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে গণধর্ষণের চেষ্টা করে চার জন যুবক বলে অভিযোগ। এই ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তাল হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ইতিমধ্যে ঘটনায় অভিযোগ দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে খবর, বিশ্ববিদ্যালয়ের একটি নির্মীয়মান জায়গায় টেনে নিয়ে যাওয়া হয় ওই ছাত্রীকে। চার জন অভিযুক্ত তাঁর পোশাক টেনে ছিঁড়ে ফেলেন। তারপরই ধর্ষণের চেষ্টা করা হয়। নিগৃহীত ওই ছাত্রী বি-টেকের প্রথম বর্ষের পড়ুয়া। যদিও এই ঘটনায় এখনও অভিযুক্তদের গ্রেফতার করা হয়নি।
এদিন দক্ষিণ দিল্লির ডেপুটি কমিশনার অঙ্কিত চৌহান বলেন, ‘নিগৃহীত ছাত্রীর এক পরিচিত থানায় এসে অভিযোগ দায়ের করেন। সেই ভিত্তিতে আমরা ওই পড়ুয়ার সঙ্গে যোগাযোগ করি। ইতিমধ্য়েই তাঁর বয়ান রেকর্ড করা হয়েছে। নির্দিষ্ট ধারায় এফআইআর দায়ের করা হয়েছে।’