বিহার ভোটে প্রার্থী হচ্ছেন না প্রশান্ত কিশোর, বললেন-“মনোযোগ দেব সাংগঠনিক কাজে”

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 113
বিহারের আসন্ন বিধানসভা নির্বাচনে প্রার্থী হচ্ছেন না জন সুরাজ পার্টির প্রতিষ্ঠাতা প্রশান্ত কিশোর (পিকে)। নিজেই এক সাক্ষাৎকারে জানিয়েছেন, তিনি এবারের ভোটে লড়ছেন না, বরং দলের সাংগঠনিক কাজ ও কৌশলগত পরিকল্পনায় মনোযোগ দিতে চান।
মঙ্গলবার জন সুরাজ পার্টি প্রার্থিতালিকা প্রকাশ করে, যেখানে প্রশান্তের নাম ছিল না। আগে গুঞ্জন ছিল, তিনি রাঘোপুর বা কারগাহার কেন্দ্র থেকে লড়তে পারেন। কিন্তু ঐ দুটি আসনে অন্য প্রার্থী ঘোষণার পর জল্পনা শেষ হয়।
পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে প্রশান্ত বলেন, “আমার প্রার্থিতা দলের কাজের গতিকে সীমিত করে দেবে। বরং আমি পুরো রাজ্যে প্রার্থীদের হয়ে কাজ করব।”
তিনি আরও দাবি করেন, বিহারে এবার এনডিএর পরাজয় অনিবার্য। তাঁর পূর্বাভাস— “নীতীশ কুমারের জেডিইউ ২৫টি আসনও পাবে না। এনডিএর বিদায়ের সময় ঘনিয়ে এসেছে।”