মর্মান্তিক: রাজস্থানে চলন্ত বাসে বিধ্বংসী আগুন, জীবন্ত পুড়ে মৃত্যু ২০ যাত্রীর

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 163
পুবের কলম, ওয়েবডেস্ক: চলন্ত বাসে বিধ্বংসী আগুন লেগে জীবন্ত পুড়ে মৃত্যু হল ২০ যাত্রীর। আগুনে পুড়ে জখম হয়েছেন আরও কমপক্ষে ১৬ যাত্রী। বাসে আগুন লাগার খবর পাওয়া মাত্রই ছুটে আসেন সেনার সদস্যরা। উদ্ধারকার্যে হাত লাগান তাঁরা। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো ব্যবস্থা করেন সেনাকর্মীরা। মঙ্গলবার মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে রাজস্থানের জয়সেলমেরে। দুর্ঘটনায় শোক প্রকাশ করে মৃতের পরিবারগুলিকে আর্থিক সাহায্যের কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বজনহারাদের পাশে থাকতে আর্থিক সাহায্যও ঘোষণা করেছে প্রধানমন্ত্রীর দপ্তর। ঘটনাস্থলে যান রাজস্থানের মুখ্যমন্ত্রী ভজনলাল শর্মা।
প্রশাসন সূত্রে খবর, মঙ্গলবার বিকেলে রাজস্থানের জয়সলমেরের থাইয়াতের সামরিক ঘাঁটির সামনে একটি বাসে চলন্ত অবস্থাতেই আগুন লেগে যায়। ওই বেসরকারি বাসটি জয়সলমের থেকে যোধপুরে যাচ্ছিল। মুহূর্তে দাউ দাউ করে জ্বলতে শুরু করে বাসটি। যাত্রীদের অনেকেই চলন্ত অবস্থাতেই বাসের জানলা ভেঙে লাফ মারেন। তাতে আহত হন বেশকিছু যাত্রী। বেশ কয়েক জন যাত্রী ভিতরে আটকে পড়েন। শেষ খবর পাওয়া পর্যন্ত ঘটনায় অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। ঘটনায় শোকপ্রকাশ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, ‘জয়সলমেরে দুর্ঘটনায় মৃত্যুর ঘটনায় আমি স্তম্ভিত। এই কঠিন সময়ে স্বজনহারাদের প্রতি আমার সমবেদনা। আহতদের পাশে সরকার আছে। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।”