নামখানায় গভীর রাতে নৌকাডুবি, নিখোঁজ দুই মৎস্যজীবী

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 83
পুবের কলম, ওয়েবডেস্ক: দক্ষিণ ২৪ পরগনার নামখানায় গভীর রাতে ঘটে গেল মর্মান্তিক নৌকাডুবির ঘটনা। মাছ ধরতে গিয়ে নদীতে উল্টে গেল একটি নৌকা, নিখোঁজ হয়েছেন দুই মৎস্যজীবী। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে, বকখালি সমুদ্রসৈকত থেকে প্রায় ৩৫ কিলোমিটার দূরে বঙ্গোপসাগরের মোহনায়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিখোঁজ দুই মৎস্যজীবীর নাম কমল জানা ও দেবকুমার কর। দুজনেই ফ্রেজারগঞ্জ কোস্টাল থানার দেবনিবাস এলাকার বাসিন্দা। স্থানীয় সূত্রে জানা যায়, মোট ১৬ জন মৎস্যজীবী একটি নৌকায় করে মাছ ধরতে গিয়েছিলেন। খুঁটি পোঁতার কাজ চলাকালীন হঠাৎই নৌকাটি ভারসাম্য হারিয়ে উল্টে যায়।
পাশের দুটি নৌকার জেলেরা দ্রুত এগিয়ে এসে ১৪ জনকে উদ্ধার করেন, তবে কমল ও দেবকুমারকে আর খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজদের সন্ধানে স্থানীয় মৎস্যজীবী ও উপকূলরক্ষী বাহিনী যৌথভাবে তল্লাশি চালাচ্ছে। সমুদ্রের প্রতিকূল আবহাওয়া উদ্ধারকাজে বাধা সৃষ্টি করছে বলে জানা গেছে।