বদলে যাচ্ছে প্রধানমন্ত্রীর কার্যালয়, সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তায় বসবেন মোদি

- আপডেট : ১৫ অক্টোবর ২০২৫, বুধবার
- / 69
পুবের কলম, ওয়েবডেস্ক: ঠিকানার বদল হচ্ছে ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়ের ঠিকানা। স্বাধীনতার পর এই প্রথমবার সাউথ ব্লকের ঐতিহাসিক ভবন ছেড়ে নতুন দফতরে পা রাখবেন প্রধানমন্ত্রী। সেন্ট্রাল ভিস্তা প্রকল্পে তৈরি নতুন প্রশাসনিক ভবনের এগজিকিউটিভ এনক্লেভ-১-এর সেবা তীর্থ-১-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ওই নতুন দফতর তৈরি হয়েছে। সূত্রের খবর, সেবা তীর্থ-১-তে প্রধানমন্ত্রীর দফতর স্থানান্তরিত হবে। তার পাশে, সেবা তীর্থ-২ তে মন্ত্রিসভার সচিবালয়, সেবা তীর্থ-৩-এ জাতীয় নিরাপত্তা উপদেষ্টাদের দফতর তৈরি হতে চলেছে। জানা গিয়েছে, দিওয়ালির পরই নতুন ভবনে পা রাখবেন প্রধানমন্ত্রী মোদি। মনে করা হচ্ছে, সেন্ট্রাল ভিস্তা এলাকায় কর্তব্য পথ বরাবর বিস্তৃত এই প্রকল্পে আধুনিক, আরও সংযুক্ত এবং আরও পরিবেশবান্ধব হবে বিভিন্ন সরকারি দফতর।
উল্লেখ্য, ইতিমধ্যে প্রধানমন্ত্রীর কার্যালয় বদল নিয়ে একদফা বৈঠক করেছে উচ্চপদস্থ কর্মকর্তারা। গত ১৪ অক্টোবর ক্যাবিনেট সচিব টি. ভি. সোমনাথন এই দপ্তর স্থানান্তর নিয়ে উচ্চপর্যায়ের একটি বৈঠক করেছেন। সেনাপ্রধান, নৌ সেনাপ্রধান, বায়ুসেনা প্রধান ও চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহানও উপস্থিত ছিলেন।