ফের বড়সড় দুর্ঘটনা: ভয়াবহ অগ্নিকাণ্ড গরিব রথ এক্সপ্রেসে, আতঙ্কে হুড়োহুড়ি যাত্রীদের

- আপডেট : ১৮ অক্টোবর ২০২৫, শনিবার
- / 114
পুবের কলম, ওয়েবডেস্ক: ফের বড়সড় দুর্ঘটনার মুখে যাত্রীবাহী ট্রেন। হঠাৎ ভয়াবহ অগ্নিকাণ্ড গরিব রথ এক্সপ্রেসে। শনিবার পঞ্জাবের অমৃতসর থেকে বিহারের সহরসাগামী ট্রেনটিতে অগ্নিকাণ্ড দেখা যায়। দাউদাউ করে জ্বলতে থাকে কামরা। ঘটনায় যাত্রীদের মধ্যে ব্যাপক আতঙ্কের সৃষ্টি। আতঙ্কে হুড়োহুড়ি পড়ে যায় যাত্রীদের মধ্যে। ঘটনায় এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে ঠিক কি কারণে আগুন লাগল তা এখনও জানা যায়নি। প্রযুক্তিগত ত্রুটি বা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে। ভারতীয় রেল জানিয়েছে, আগুন এখন নিয়ন্ত্রণে রয়েছে। ট্রেনের অবস্থা পরিদর্শন করা হচ্ছে। ক্ষতিগ্রস্ত কোচ পরীক্ষা করার পর ফের গন্তব্যের দিকে রওনা দেবে ট্রেন।
সূত্রের খবর, শনিবার সকালে অমৃতসর থেকে সহরসা যাচ্ছিল গরিব রথ এক্সপ্রেস। সকাল সাড়ে ৭টা নাগাদ আম্বালা থেকে কিছুটা এগোনোর পরই সিরহিন্দ রেলস্টেশনের কাছে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ট্রেনটির একটি কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখেন যাত্রীরা। আতঙ্কে হুঁড়োহুড়ি পড়ে যায়। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় রেল কর্তাদের। আগুন ক্রমশ ছড়িয়ে পড়ছে দেখে ট্রেন থামিয়ে দেন চালক। রেলের এক কর্তা জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পৌঁছায় দমকল। শুরু হয় আগুন নেভানোর কাজ। ট্রেনের ১৯ নম্বর কামরা থেকে ধোঁয়া বেরোতে দেখা গিয়েছিল। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।